Mohammed Shami

Mohammed Shami: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-গুজরাত ম্যাচের সেরা মহম্মদ শামি

কলকাতার ইনিংসের চতুর্থ বলেই বিলিংসকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামি। তৃতীয় ওভারে ফের বল করতে আসেন শামি। এ বার তিনি তুলে নেন নারাইনকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৯:৪১
Share:

কেন সেরা বাছা হল শামিকে ছবি পিটিআই

আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের সেরা ক্রিকেটার মহম্মদ শামি। কলকাতা দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে শুরুতেই ঝটকা দিয়েছিলেন। সেই ধাক্কা সামলে আর বেরোতে পারল না কলকাতা।

শুক্রবার প্রথমে ব্যাট করে ১৫৬ রান তুলেছিল গুজরাত। কলকাতার অন্যতম দুর্বল জায়গা হল তাদের ওপেনিং জুটি। এই মরসুমে একবারও ওপেনিং জুটিতে বড় রান তুলতে পারেনি তারা। সেই ধারা বজায় থাকল গুজরাত ম্যাচেও। স্যাম বিলিংস এ দিন দলে ফিরেছিলেন। ওপেন করতেও নামিয়ে দেওয়া হয় তাঁকে। সঙ্গে আর এক বার সুনীল নারাইনকে ওপেনিংয়ে নামিয়ে ফাটকা খেলতে চেয়েছিল কলকাতা। কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগেনি।

Advertisement

কলকাতার ইনিংসের চতুর্থ বলেই বিলিংসকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামি। তৃতীয় ওভারে ফের বল করতে আসেন শামি। এ বার তিনি তুলে নেন নারাইনকে। ১০ রানে দু’টি উইকেট হারিয়ে ফেলে শুরুতেই চাপে পড়ে যায় কলকাতা। শুধু উইকেট নেওয়াই নয়, রান খরচের দিক থেকেও কৃপণ ছিলেন তিনি। চার ওভারে মাত্র ২০ রান দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement