IPL 2022

Prasidh Krishna: আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান-দিল্লি ম্যাচের সেরা প্রসিদ্ধ কৃষ্ণ

প্রসিদ্ধর শিকার তালিকায় রয়েছে ওয়ার্নার, ঋষভের মতো দিল্লির দুই গুরুত্বপূ্র্ণ ব্যাটার। যাঁরা ম্যাচের রং বদলাতে পারতেন, তাঁদেরই ফেরালেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ০০:১৬
Share:

প্রসিদ্ধ কৃষ্ণ। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান রয়্যালস-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দুরন্ত বোলিং করলেন রাজস্থানের এই জোরে বোলার।

ম্যাচে চার ওভার বল করে ২২ রানে ৩ উইকেট নিলেন। তার থেকেও গুরুত্বপূর্ণ হল ১৯তম ওভারে বল করতে এসে ললিত যাদবকে আউট তো করলেনই পাশাপাশি মেডেন নিলেন। তাতেই দিল্লির উপর পাহাড় প্রমাণ চাপ তৈরি হল। জয়ের জন্য ১২ বলে ৩৬ রান দরকার থেকে ৬ বলে ৩৬ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ ওভারে রভম্যান পাওয়েল চেষ্টা করেও পারলেন না সেই রান তুলতে।

Advertisement

এ দিন প্রসিদ্ধর শিকার তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থের মতো দিল্লির দুই গুরুত্বপূ্র্ণ ব্যাটারও। যাঁরা ম্যাচের রং বদলাতে পারতেন, তাঁদেরই সাজঘরে ফেরালেন প্রাক্তন নাইট।

আরও পড়ুন:

পন্থদের বিরুদ্ধে দুরন্ত নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্যই প্রসিদ্ধ কৃষ্ণকে ম্যাচের সেরা বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement