IPL 2022

Mitchell Marsh: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে দিল্লি-রাজস্থান ম্যাচের সেরা মার্শ

মার্শের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনও সমাধান বের করতে পারলেন না রাজস্থানের অভিজ্ঞ বোলাররা। ৬২ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন মার্শ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ২৩:৩৭
Share:

মিচেল মার্শ। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মিচেল মার্শ। রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

দিল্লির ওপেনার শ্রীকর ভরত শুরুতেই আউট হলেও দলের ইনিংসে সেই ধাক্কার প্রভাব পড়তে দিলেন না মার্শ। স্বদেশীয় ডেভিড ওয়ার্নারের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তুললেন ১৪৪ রান। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনও সমাধান বের করতে পারলেন না রাজস্থানের অভিজ্ঞ বোলাররা। ৬২ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন মার্শ। যুজবেন্দ্র চহালের বলে আউট হওয়ার আগেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয় নিশ্চিত করে দেন এই অস্ট্রেলীয় ব্যাটার। ৫টি চার এবং ৭টি বিশাল ছয় দিয়ে সাজালেন নিজের ইনিংসটি। উইকেটের সব দিকেই শট মারলেন সাবলীল ভাবে।

Advertisement

দুরন্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করার জন্যই ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে দিল্লি-রাজস্থান ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মিচেল মার্শ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement