Ravi Shastri

Hardik Pandya: আইপিএলে কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে দেশ, জানালেন ভারতের প্রাক্তন কোচ

আর দু’দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। অভিজ্ঞদের পাশাপাশি নজর থাকবে তরুণ ক্রিকেটারদের দিকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ২০:২৩
Share:

কার নাম করলেন শাস্ত্রী। ফাইল ছবি

আর দু’দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। অভিজ্ঞদের পাশাপাশি নজর থাকবে তরুণ ক্রিকেটারদের দিকেও। তবে রবি শাস্ত্রী তাকিয়ে থাকবেন নির্দিষ্ট একজনের দিকেই। তাঁর বিশ্বাস, গোটা দেশও সেই ক্রিকেটারের দিকেই তাকিয়ে থাকবে। কে তিনি?

Advertisement

তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত নিলামের আগেই তাঁকে কিনে নিয়ে একদম অধিনায়ক বানিয়ে দিয়েছে। ভারতীয় দলের কোচ থাকাকালীন কাছ থেকে হার্দিককে দেখেছেন তিনি।

সেই অভিজ্ঞতা থেকেই শাস্ত্রী বলেছেন, “গোটা দেশই খুব কড়া নজরে রাখবে হার্দিককে। আমরা সবাই জানি ওর ক্ষমতা কতটা।” মঙ্গলবারই জানা গিয়েছে আইপিএলের ধারাভাষ্যে তাঁর প্রত্যাবর্তনের খবর। সেই নতুন ইনিংস নিয়েও মুখিয়ে রয়েছেন শাস্ত্রী। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন শাস্ত্রী।

Advertisement

হার্দিককেও শেষ বার মাঠে দেখা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেই। তাঁর ফিটনেস নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। তবে আইপিএলের আগে তাঁকে বোলিং করতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হার্দিক নিজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement