আবেশ খান। ছবি: টুইটার
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দ্বিতীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আবেশ খান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। আবেশ যখন দলের হয়ে মাঠে আগুন ঝরাচ্ছেন, তখন তাঁর মা হাসপাতালের বিছানায় শুয়ে।
খেলোয়াড়রা প্রায়শই নিজেদের সাফল্য উৎসর্গ করেন প্রিয়জনদের। লখনউয়ের আবেশ তেমনই করেছেন। ৪ উইকেট নেওয়ার সাফল্য মাকে উৎসর্গ করেছেন। আবেশের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে তাঁর মায়ের অবদান অনেক। মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিলেও আবেশের মন কিন্তু পড়ে রয়েছে মায়ের কাছে। কেন? সে উত্তরও দিয়েছেন ফাস্ট বোলার।
ম্যাচের পর সতীর্থ দীপক হুডাকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান আবেশ। পাল্টা দীপকও ৪ উইকেট নেওয়ার জন্য অভিনন্দন জানান তাঁকে। প্রশ্ন করেন, এই সাফল্য কাকে উৎসর্গ করতে চান। তখনই আবেশ বলেন, ‘‘আমার মাকে উৎসর্গ করব। মা অসুস্থ। হাসপাতালে ভর্তি। খেলা শেষ হওয়ার পরেই আমি ভিডিয়ো কল করি মাকে। জানতে চাই কেমন আছে। বাকি খোঁজ খবর নিই।’’
গত কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ আবেশের মা। কয়েক দিন ভেন্টিলেশনেও রাখতে হয় তাঁকে। এখন অবশ্য তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতালের সাধারণ বিছানায় রেখে চলছে চিকিৎসা। তাই আইপিএলের ব্যস্ততার মধ্যেও আবেশের মন পড়ে রয়েছে মায়ের কাছে। মা কিছুটা সুস্থ হওয়ায় স্বস্তি পাচ্ছেন তিনি।
নিলামে আবেশকে ১০ কোটি টাকা দিয়ে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি। মধ্যপ্রদেশের ২৫ বছরের ফাস্ট বোলার সেই আস্থার মর্যাদা দিচ্ছেন মাঠে। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আবেশ ঢুকে পড়েছেন আইপিএলে বেগুনি টুপির লড়াইয়েও।