ম্যাচের সেরা লকি। ছবি আইপিএল
স্কোরবোর্ডে ১৭১ রান তুলেও এক সময় নিশ্চিত ছিল না গুজরাত টাইটান্স। কারণ এ বারের আইপিএলে আগে ব্যাট করে কোনও স্কোরই নিরাপদ নয়। দুশোর উপরও রান তাড়া করে ম্যাচ জিতেছে দলগুলি।
কিন্তু গুজরাতের ক্ষেত্রে অন্তত শনিবার সে রকম কিছু হতে দিলেন না লকি ফার্গুসন। চার উইকেট নিয়ে তিনি মেরুদন্ড ভেঙে দিলেন দিল্লি ক্যাপিটালসের। প্রাক্তন কেকেআর বোলারের সৌজন্যে জিতল গুজরাত টাইটান্স। আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিরা তাই ম্যাচের সেরা হিসেবে বেছে নিলেন কিউয়ি পেসারকেই।
নিজের প্রথম স্পেলেই উইকেট পেয়েছেন ফার্গুসন। ফিরিয়ে দেন দিল্লির ওপেনার পৃথ্বী শ-কে (১০)। এর পর ফার্গুসনের শিকার মনদীপ সিংহ। ১৮ রানে ফিরলেন মনদীপ। তবে ফার্গুসন ম্যাচের মোড় ঘোরালেন ১৫তম ওভারে। দিল্লির ব্যাটাররা একে একে ফিরে গেলেও তখন ক্রিজে ছিলেন ঋষভ পন্থ। দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফার্গুসনের লেগ স্টাম্পে পড়া একটি বল আচমকাই চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন পন্থ। ওখানেই দিল্লির জেতার আশা শেষ হয়ে যায়।