অর্ধ শতরানের পর শুভমন গিল। ছবি: আইপিএল
শুভমন গিলকে গুজরাত টাইটান্স–দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা বাছল আনন্দবাজার অনলাইন। প্রাক্তন নাইটের দুরন্ত ৮৪ রানেই ইনিংসই কার্যত চালকের আসনে বসিয়ে দেয় হার্দিক পাণ্ড্যর দলকে।
আইপিএলের শুরুতে তেমন ছন্দে ছিলেন না শুভমন। কিন্তু দিল্লির বিরুদ্ধে তাঁকে চেনা ছন্দে পাওয়া গেল। আর তাতেই টস জিতে দিল্লির প্রথমে বোলিং করার সুবিধা কার্যত উধাও হয়ে গেল। ওপেন করতে নেমে মাত্র ৪৬ বলে ৮৪ রান করলেন। ৬টি চার এবং ৪টি বিরাট ছয় দিয়ে সাজানো শুভমনের এ দিনের ইনিংস।
অন্য ওপেনার ম্যাথু ওয়েড (১) এবং তিন নম্বরে নামা বিজয় শঙ্কর (১৩) দ্রত সাজঘরে ফিরে গেলেও প্রভাব পড়েনি শুভমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। বরং শুরুর চাপ কাটিয়ে দায়িত্ব নিয়ে দলকে পৌঁছে দিলেন ভাল জায়গায়।
১৮তম ওভারের প্রথম বলে খলিল আহমেদের বলে শুভমন আউট হওয়ার সময় গুজরাতের রান ছিল ১৪৫। অর্থাৎ লড়াই করার মতো রান ততক্ষণে যোগ হয়ে গিয়েছে স্কোর বোর্ডে। দায়িত্বশীল এবং আক্রমণাত্মক ইনিংস খেলে আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-দিল্লি ম্যাচের সেরা হলেন প্রাক্তন নাইট শুভমন।