ছবি: আইপিএল
চেন্নাইয়ের বিরুদ্ধে ২৩ রানে হেরে গেল বেঙ্গালুরু
বেঙ্গালুরু সমর্থকদের আশা বাঁচিয়ে রেখেছিলেন কার্তিক। কিন্তু তাঁর উইকেট তুলে নিলেন মুকেশ চৌধুরি। বাউন্ডারিতে ক্যাচ নিলেন জাডেজা।
সাত উইকেট হারাল বেঙ্গালুরু। ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক।
৪ উইকেট নিলেন থিকশানা। শাহবাজ এবং প্রভুদেশাইকে ফিরিয়ে দেন তিনি।
চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বেঙ্গালুরুকে টানছেন বাংলার শাহবাজ এবং গোয়ার প্রভুদেশাই। বিরাট, ম্যাক্সওয়েলরা ফিরে গেলেও ১১ ওভারে ১০০ রান তুলে বেঙ্গালুরুকে লড়াইয়ে রাখলেন তাঁরা।
সাত ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ ৫০ রান। সেই সঙ্গে ৪ উইকেট হারিয়ে চাপে বিরাটরা। সাজঘরে ফিরে গিয়েছেন দুই ওপেনার অনুজ রাওয়াত এবং ফ্যাফ ডুপ্লেসি। আউট হয়েছেন বিরাট কোহলী এবং গ্লেন ম্যাক্সওয়েল।
সাজঘরে ফিরে গিয়েছেন ফ্যাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলী। মাহিশ থিকশানার বলে ছয় মারতে গিয়ে আউট হলেন দু'জনেই।
৯৫ রান করে অপরাজিত থাকলেন শিবম দুবে। মন্থর ভাবে শুরু হলেও বেঙ্গালুরুর সামনে বিশাল রানের লক্ষ্য রাখল চেন্নাই। ২১৬ রান তুলে ফেলল তারা। জিততে হলে বিরাট কোহলীদের শুরু থেকেই দ্রুত রান তুলতে হবে।
৩৩ বলে অর্ধশতরান করলেন উথাপ্পা। আইপিএলে এটি তাঁর ২৭তম অর্ধশতরান।
এ বার হাত খুললেন রবিন উথাপ্পা। ম্যাক্সওয়েলকে এক ওভারে তিনটি ছয় মারলেন তিনি। ১৩ ওভারে ১০৫ রান তুলে নিল চেন্নাই।
আগের ম্যাচগুলিতে সেই ভাবে নজর কাড়তে পারেননি শিবম। মঙ্গলবার তাঁকেই দেখা গেল বিধ্বংসী মেজাজে। আরসিবি-র বোলারদের অনায়াসে বাউন্ডারিতে পাঠাচ্ছেন তিনি।
প্রথম ৮ ওভারে মাত্র ৪৭ রান তুলল চেন্নাই। দুই উইকেট হারিয়েছে তারা।
রান আউট হলেন মইন আলি। দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে চেন্নাই।
জস হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হলেন রুতুরাজ গায়কোয়াড়। শুরুতেই চেন্নাইকে ধাক্কা দিলেন চেন্নাইয়ের প্রাক্তন সৈনিক।