লখনউয়ের বিরুদ্ধে দুই রানে হেরে গেল কলকাতা। এর ফলে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল তাদের। শেষ ওভারে চেষ্টা করেছিলেন রিঙ্কু। প্রায় জিতিয়েই দিয়েছিলেন কলকাতাকে। কিন্তু শেষ রক্ষা হল না।
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২২:৩৭
আউট শ্রেয়স
স্টোইনিসের বলে আউট শ্রেয়স। অর্ধশতরান করেই ফিরলেন তিনি।
Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২২:২১
ফিরলেন রানা
তৃতীয় উইকেটের পতন। রানের গতি না কমলেও উইকেট হারাচ্ছে কলকাতা। নীতীশ রানা আউট কৃষ্ণাপ্পা গৌতমের বলে।
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২১:৩৮
আউট অভিজিৎ
দ্বিতীয় উইকেটের পতন। কলকাতার দুই ওপেনারই ফিরে গেলেন। ৯ রানের মাথায় দুই উইকেট হারাল কলকাতা।
Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২১:৩৬
২ ওভারে উঠল ৮ রান
২১০ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপত্তি। বেঙ্কটেশ ফিরে গেলেন কোনও রান না করেই। ২ ওভারে কলকাতা তুলল মাত্র ৮ রান।
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২১:৩০
শুরুতেই শেষ বেঙ্কটেশ
ডি'ককের দুরন্ত ক্যাচ। প্রথম ওভারেই আউট বেঙ্কটেশ।
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২১:০১
শতরান করলেন ডি\'কক
শতরান করলেন ডি'কক। ৫৯ বলে শতরান করেন তিনি।
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:৪০
অর্ধ শতরান রাহুলের
৪১ বলে ৫০ করলেন রাহুল
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:৩১
লখনউ ১২ ওভারে ৯৭ রান
উইকেটে রাহুল (৪৬) এবং ডি’কক (৫০)
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:০৮
৭ ওভারে ৪৮ রান তুলল কলকাতা
এখনও কোনও উইকেট ফেলতে পারল না কলকাতা। লখনউয়ের দুই ওপেনার ৭ ওভারে ৪৮ রান তুলে ফেললেন।