শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২৩:২১
কার্তিক জেতালেন আরসিবি-কে
দীনেশ কার্তিকের শেষ ওভারে একটি ছয় এবং চারে হেরে গেল কলকাতা।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২৩:০৮
হাসরঙ্গ আউট
সাউদির বলে হাসরঙ্গ আউট।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২৩:০৪
রাদারফোর্ড আউট
সাউদির বলে দুরন্ত ক্যাচে রাদারফোর্ডকে ফেরালেন সাউদি।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২২:৫৫
আউট শাহবাজ
মারমুখী শাহবাজকে ফিরিয়ে দিলেন বরুণ।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২২:২৪
আউট উইলি
নারাইনের বলে রানার হাতে ক্যাচ দিলেন উইলি।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২২:১৫
৯ ওভারে ৫৩ রান ব্যাঙ্গালোরের
খেলছেন ডেভিড উইলি ও শেরফানে রাদারফোর্ড। জিততে আর ৭৬ রান দরকার আরসিবি-র।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২১:৪১
আউট বিরাট
উমেশের বলে ফিরে গেলেন বিরাট। বল হাতে বিধ্বংসী ছন্দে কলকাতা।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২১:৪০
শুরু সাউদি জাদু
আউট ডুপ্লেসি। বড় উইকেট তুলে নিলেন সাউদি। আরসিবির অধিনায়ক আউট মাত্র ৫ রানে।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২১:৩২
তৃতীয় বলেই উইকেট
উমেশ ফিরিয়ে দিলেন অনুজ রওয়াতকে। তৃতীয় বলেই সাফল্য পেল কেকেআর।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২১:১৬
১২৮ রানে শেষ কলকাতার ইনিংস
উমেশ যাদবকে ফেরালেন আকাশ দীপ। ১২৮ রানে শেষ কলকাতার ইনিংস।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:৫৭
আউট সাউদি
টিম সাউদিও আউট হয়ে গেলেন। কলকাতার রান ৯ উইকেটে ১০১।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:৫১
আউট রাসেল
হর্ষল পটেলের বলে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ২৫ রান করেন তিনি। কলকাতার রান ৮ উইকেটে ৯৯।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:৩৭
আউট হলেন বিলিংস
হর্ষল পটেলের বলে ১৪ রানে আউট স্যাম বিলিংস। ৮৩ রানে ৭ উইকেট পড়ে গেল কলকাতার।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:২৪
আউট শেল্ডন জ্য়াকসন
পর পর দু’বলে উইকেট নিলেন হাসারঙ্গা। আউট শেল্ডন জ্যাকসন। ৬ উইকেট পড়ল কলকাতার।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:১৯
আউট নারাইন
হাসরঙ্গের বলে আকাশ দীপের হাতে ক্যাচ দিলেন নারাইন। ১২ রানে ফিরলেন তিনি।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:০৮
আউট অধিনায়ক
আউট হয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আয়ারও। চাপে কলকাতা। দলের রান ৪ উইকেটে ৪৬।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ২০:০১
দ্বিতীয় উইকেট নিলেন আকাশ দীপ
নীতীশ রানাকে আউট করলেন আকাশ দীপ। ১০ রান করে আউট রানা। কলকাতার রান ৩ উইকেটে ৪৪।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ১৯:৫৫
আউট রহাণে
মহম্মদ সিরাজের বলে ৯ রান করে আউট অজিঙ্ক রহাণে। কলকাতার রান ২ উইকেটে ৩২।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ১৯:৪৫
আউট বেঙ্কটেশ আয়ার
আকাশ দীপের বলে ১০ রানের মাথায় আউট বেঙ্কটেশ। কলকাতার রান ১৪/ ১।
শেষ আপডেট:
৩০ মার্চ ২০২২ ১৯:৪২
২ ওভারে ১০ রান
ডেভিড উইলি এবং মহম্মদ সিরাজের প্রথম দু'ওভারে উঠল ১০ রান। কলকাতার হয়ে ওপেন করছেন বেঙ্কটেশ আয়ার এবং অজিঙ্ক রহাণে।