চেন্নাইকে হারালেও দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে যায় কলকাতা। বোলাররা শেষ পর্যন্ত লড়াই করলেও বিরাট কোহলীদের দলের বিরুদ্ধে কলকাতার ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ হন। সেই কারণেই অলরাউন্ডার হিসেবে মাভিকে খেলাচ্ছে কলকাতা। উইকেটকিপিং করবেন স্যাম বিলিংস।
শ্রেয়স আয়ার। ফাইল চিত্র
দলে অলরাউন্ডার বাড়িয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতা দলে নিল শিবম মাভিকে। বাদ পড়লেন শেলডন জ্যাকসন।
চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে দারুণ উইকেটকিপিং করেছিলেন জ্যাকসন। কিন্তু চেন্নাইকে হারালেও দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে যায় কলকাতা। বোলাররা শেষ পর্যন্ত লড়াই করলেও বিরাট কোহলীদের দলের বিরুদ্ধে কলকাতার ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ হন। সেই কারণেই অলরাউন্ডার হিসেবে মাভিকে খেলাচ্ছে কলকাতা। উইকেটকিপিং করবেন স্যাম বিলিংস।
নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। এখনও পর্যন্ত অন্য সব ম্যাচেই যিনিই টস জিতেছেন, প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রেয়স বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। কারণ এখানে সন্ধ্যায় সময় যত বাড়ছে, এত শিশির পড়ছে যে মাঠটা সুইমিং পুল হয়ে যাচ্ছে।’’ অতিরিক্ত শিশির পড়া নিয়ে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার বলেছিলেন, মুম্বইয়ে নায়াগ্রা জলপ্রপাত রয়েছে।
এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে কলকাতাকে। সেটা নিয়ে চিন্তিত নন শ্রেয়স। বলেন, ‘‘এটা নিয়ে আমাদের কোনও অভিযোগ নেই। আমরা সবাই পেশাদার।’’
গত শনিবার এ বারের আইপিএলের প্রথম ম্যাচে কলকাতাকে খেলতে হয়েছিল চেন্নাইয়ের বিরুদ্ধে। বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে হয় বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার পর এক দিন বাদ দিয়েই শুক্রবার পঞ্জাবের মুখোমুখি হয়েছে কলকাতা।