IPL 2022

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে গুজরাত-পঞ্জাব ম্যাচের সেরা রাবাডা

এ বারের আইপিএলের অন্যতম সফল ব্যাটিং লাইন আপের মনে কাঁপুনি ধরিয়ে দিলেন রাবাডা। তাঁর গতি ও বৈচিত্রের জবাব ছিল না হার্দিক পাণ্ড্যদের সামনে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২৩:২৪
Share:

ম্যাচের সেরা রাবাডা ছবি: আইপিএল

কেন তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার তা আরও এক বার দেখালেন কাগিসো রাবাডা। এ বারের আইপিএলের অন্যতম সফল ব্যাটিং লাইন আপের মনে কাঁপুনি ধরিয়ে দিলেন তিনি। তাঁর গতি ও বৈচিত্রের জবাব ছিল না হার্দিক পাণ্ড্যদের সামনে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন তিনি। তাই আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বিচারে ম্যাচের সেরা রাবাডা।
টসে জিতে ব্যাট করতে নামে গুজরাত। নতুন বল রাবাডার হাতে তুলে দেন পঞ্জাবের অধিনায়ক ময়াঙ্ক অগ্রবাল। অধিনায়কের মান রাখেন তিনি। ভয়ঙ্কর দেখানো ঋদ্ধিমান সাহাকে আউট করেন তিনি। চার উইকেট হারানোর পরেও ক্রিজে ছিলেন রাহুল তেওতিয়া। তিনি ব্যাট হাতে কী করতে পারেন তা কারও অজানা নয়। সেই তেওতিয়াকে ১১ রানের মাথায় আউট করেন রাবাডা। পরের বলেই তিনি ফেরান রশিদ খানকে। এই দুই ব্যাটার ফিরতেই গুজরাতের বড় রান করার আশা শেষ হয়ে যায়।

Advertisement

এখানেই শেষ নয়। নিজের শেষ ওভারে লকি ফার্গুসনকেও আউট করেন রাবাডা। শেষ পর্যন্ত চার ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাই সঙ্গত কারণেই তাঁকে ম্যাচের সেরা বাছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement