IPL 2022

IPL 2022: রানে ফিরেই ভক্তদের উপহার ঈশান কিশনের, কী দিলেন মুম্বইয়ের ব্যাটার

শেষ ওভারে ড্যানিয়েল স্যামস ৯ রান তুলতে দেননি। ম্যাচ শেষে দেখা যায় কিশন সাইট স্ক্রিনের পিছনে থাকা দর্শকদের দিকে এগিয়ে গেলেন। তাঁরা কিশনকে বলেন পরের মুম্বই ম্যাচে ফের আসবেন, তখন তরুণ উইকেটরক্ষকের ব্যাটে অর্ধশতরান দেখতে চান। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৭:১৪
Share:

তরুণ উইকেটরক্ষকের ব্যাটে অর্ধশতরান দেখতে চান ভক্তরা।  —ফাইল চিত্র

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৯ বলে ৪৫ রান করেন ঈশান কিশন। রোহিত শর্মা এবং তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিলেন। ৭ ওভারে ৭৪ রান তুলেছিলেন তাঁরা। সেই রানের উপর ভর করেই ১৭৮ রান তোলে মুম্বই। গুজরাতকে ৫ রানে হারিয়েও দেয় তারা। সেই ম্যাচ শেষে নিজের টুপি এক ভক্তকে দিয়ে দেন কিশন।

শেষ ওভারে ড্যানিয়েল স্যামস ৯ রান তুলতে দেননি। ম্যাচ শেষে দেখা যায় কিশন সাইট স্ক্রিনের পিছনে থাকা দর্শকদের দিকে এগিয়ে গেলেন। তাঁরা কিশনকে বলেন পরের মুম্বই ম্যাচে ফের আসবেন, তখন তরুণ উইকেটরক্ষকের ব্যাটে অর্ধশতরান দেখতে চান।

Advertisement

মুম্বই পর পর দু’টি ম্যাচ জিতেছে। রাজস্থান এবং গুজরাতকে হারিয়ে দিয়েছে রোহিতের দল। তাঁদের আর তিনটি ম্যাচ বাকি এ বারের আইপিএলে। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে মুম্বই। এ বারের আইপিএল থেকে ছিটকেই গিয়েছে মুম্বই। বাকি তিন ম্যাচ জিতলেও নক আউট পর্বে যেতে পারবে না মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement