মিচেল মার্শ। —ফাইল ছবি
চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না মিচেল মার্শ। কোমরে চোট অনেকটাই এখন ভাল তাঁর। তাই আইপিএল খেলতে ভারতে আসবেন অস্ট্রেলীয় ব্যাটার। তাঁর সুস্থতার খবরে স্বস্তি পাবে দিল্লি ক্যাপিটালস।
নিলামে দিল্লি ফ্র্যাঞ্চাইজি সাত জন বিদেশি ক্রিকেটারকে দলে নেয়। তাঁদের অন্যতম দুই অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার এবং মার্শ। প্রথম থেকেই ঠিক ছিল জাতীয় দলের পাকিস্তান সফর শেষ হলে তাঁরা ৬ এপ্রিলের পর দিল্লি শিবিরে যোগ দেবেন। সেই মতোই ভারতে আসছেন মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্শের চোট পরীক্ষা করার পরেই তাঁকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের ফিজিওথেরাপিস্ট প্যাট ফারহার্টের তত্ত্বাবধানে মার্শের চোট মুক্তির প্রক্রিয়া চলছে।
পাকিস্তান সফরে যেতে না পারায় হতাশা প্রকাশ করেছেন মার্শ। অস্ট্রেলীয় ব্যাটার বলেছেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে না পারায় খারাপ লাগছে। আশা করছি পরের সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকতে পারব।’’ তিনি আরও বলেছেন, ‘‘চোট মুক্ত হওয়াতেই গুরুত্ব দিয়েছিলাম। ওই অবস্থায় সফর করতে চাইনি।’’