Riyan Parag

IPL 2022: শেষ ওভারে রিয়ান নিলেন ১৮ রান, ক্ষেপে গেলেন হর্ষল, দেখুন ভিডিয়ো

রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:২১
Share:

ছবি: টুইটার থেকে

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে দর্শক শুধু ব্যাটে, বলে নয়, লড়াই দেখল মুখেও। রিয়ান পরাগ এবং হর্ষল পটেলের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল মাঠের মধ্যেই। ম্যাচ শেষেও সেটার জের রয়ে গিয়েছে বোঝা গেল হাত না মেলানো দেখে।

রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।

Advertisement

কিন্তু রিয়ানের এই কাণ্ড ভাল ভাবে নেননি হর্ষল। তাঁর ওভারে রিয়ান ছয় মারার পর কটূক্তি করেন আরসিবি-র পেসার। ম্যাচ শেষে রিয়ান হাত মেলাতে গিয়েছিলেন হর্ষলের সঙ্গে। কিন্তু তখন হাতই মেলালেন না হর্ষল। ব্যাপারটায় অবাক হন রিয়ানও।

মঙ্গলবার হেরে বেঙ্গালুরু রয়ে গেল পঞ্চম স্থানে। রাজস্থান পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার আইপিএলে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই ছন্দে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা এই দলের কাছে সুযোগ থাকবে শীর্ষে ওঠার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement