Mohammed Shami

Mohammed Shami: সামনে কাবাব, বরফি, ফিরনি! ইদের পর শামিরা মেতে উঠলেন উৎসবে

পঞ্জাবের বিরুদ্ধে হেরে গিয়েছিল গুজরাত। যদিও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৯:৫১
Share:

শামিরা মেতে উঠলেন উৎসবে। —ফাইল চিত্র

উৎসবে মাতলেন মহম্মদ শামিরা। ইদের দিন গুজরাত টাইটান্সের ম্যাচ ছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তাই উৎসবে মাততে পারেননি রশিদ খানরা। বৃহস্পতিবার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন তাঁরা।

গুজরাত দল ছুটি কাটাচ্ছে। সেখানে রয়েছে ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। থরে থরে সাজানো কাবাব, মাংসের বিভিন্ন পদ। শুধু তাই নয়, রয়েছে মুখ মিষ্টি করার বিভিন্ন জিনিসও। বরফি, ফিরনি সাজানো রয়েছে টেবিলে। খাবারের ভিডিয়ো পোস্ট করেন শামি। সেখানে দেখা যাচ্ছে রশিদকে। শামি সেই ভিডিয়ো টুইট করে লেখেন, ‘খাও-দাও।’

Advertisement

পঞ্জাবের বিরুদ্ধে হেরে গিয়েছিল গুজরাত। যদিও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে তারা। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবেন শামিরা। তার আগে হারের ধাক্কা কাটিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement