IPL 2022

IPL 2022: গত মরসুমে ছিলেন নাইট শিবিরে, এ বার অন্য দলের হয়ে কেমন খেলছেন ১০ ক্রিকেটার

কেউ ছিলেন প্রথম একাদশের নিয়মিত সদস্য। কেউ আবার সে রকম সুযোগ পাননি। এ বার তাঁদের ছেড়ে দিয়েছে কেকেআর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৫:৫২
Share:
০১ ১১

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তাঁরা। কেউ ছিলেন প্রথম একাদশের নিয়মিত সদস্য। কেউ আবার সে রকম সুযোগ পাননি। এ বার তাঁদের ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে অন্য ফ্র্যাঞ্চাইজি কিনেছে তাঁদের। সেখানে কেমন খেলছেন তাঁরা?

০২ ১১

দীনেশ কার্তিক: ২০২০ সালে তাঁকে নিলামে কিনে দলের অধিনায়ক করে কেকেআর। কিন্তু মাঝ পথেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত বার দলে থাকলেও এ বার তাঁকে ছেড়ে দেয় কলকাতা। সাড়ে ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি-র হয়ে দু’ম্যাচে ৪৬ রান করেছেন তিনি। ফিনিশারের ভূমিকায় ভাল দেখাচ্ছে কার্তিককে।

Advertisement
০৩ ১১

শুভমন গিল: কলকাতার হয়ে নিয়মিত ওপেন করতেন। এ বার গুজরাত টাইটান্স তাঁকে কিনেছে ৮ কোটি টাকায়। দু’ম্যাচে ৮৪ রান করেছেন এই ওপেনার। প্রথম ম্যাচে রান না পেলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভাল খেলেছেন তিনি।

০৪ ১১

প্রসিদ্ধ কৃষ্ণ: গত বার কলকাতার হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। এ বার তাঁকে ১০ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। দু’ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এই জোরে বোলার।

০৫ ১১

লকি ফার্গুসন: কলকাতার এই বিদেশি বোলারকে এ বার ১০ কোটি টাকায় কিনেছে গুজরাত। দলের হয়ে দু’ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে দিল্লির বিরুদ্ধেই ৪ উইকেট গিয়েছে লকির ঝুলিতে।

০৬ ১১

কুলদীপ যাদব: কলকাতার হয়ে শেষ দুই মরসুমে খেলার সুযোগই পাননি। এ বার তাঁকে ২ কোটি টাকায় কিনেছে দিল্লি। ঋষভ পন্থদের হয়ে দুরন্ত ছন্দে কুলদীপ। দু’ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।

০৭ ১১

কমলেশ নাগারকোটি: বেশ কয়েক বছর নাইটদের দলে কাটানোর পরে এ বার ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২ ওভারে ২৯ রান দেন। পরের ম্যাচে আর সুযোগ পাননি।

০৮ ১১

টিম সেইফার্ট: কলকাতার হয়ে তেমন সুযোগ না পেলেও দিল্লি ৫০ লক্ষ টাকায় কিনেছে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারকে। প্রথম দু’ম্যাচে খেললেও মাত্র ২৪ রান করেছেন।

০৯ ১১

রাহুল ত্রিপাঠি: কলকাতার হয়ে গত মরসুমে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ফলে এ বার তাঁকে সাড়ে ৮ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট হন ত্রিপাঠি।

১০ ১১

বৈভব অরোরা: কলকাতার হয়ে কোনও দিন খেলার সুযোগ পাননি। এ বার তাঁকে ২ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল অভিষেকেই ২ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি।

১১ ১১

করুণ নায়ার: অভিজ্ঞ এই ক্রিকেটারকে এ বার নিলামে ১ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে রাজস্থান। তবে এখনও পর্যন্ত এই মরসুমে একটিও ম্যাচে সুযোগ পাননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement