হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র
আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার লখনউ সুপার জায়ান্টসের কাছে তারা হারল ২ রানে। কোন পাঁচ কারণে হারতে হল কলকাতাকে? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
এক, শেষ ওভারে রিঙ্কু সিংহের আউট হয়ে যাওয়া। দুর্দান্ত ক্যাচ নেন এভিন লুইস। রিঙ্কু থাকলে কলকাতা জিতে যেত।
দুই, কলকাতার টসে হারা। বোলারদের জন্য প্রায় কিছুই না থাকা উইকেটে শুরুতে বল করতে হওয়ায় চাপে পড়ে যায় কলকাতা।
তিন, গোটা ইনিংসে বিপক্ষের একটিও উইকেট ফেলতে না পারলে ম্যাচ জেতার সম্ভাবনা সেখানেই কার্যত শেষ হয়ে যায়। কলকাতার ছ’জন বোলার লখনউয়ের একটি উইকেটও ফেলতে পারেননি।
চার, কুইন্টন ডি’কক একাই ২০ বার মাঠের বাইরে বল পাঠান। তার মধ্যে ১০টি ছক্কা।
পাঁচ, আন্দ্রে রাসেল, টিম সাউদি মিলে সাত ওভারে ১০৭ রান দেন।