IPL 2022

IPL 2022: পাঁচ ক্রিকেটার, আইপিএলের আগে যাঁদের লড়াই চোটের সঙ্গে

আইপিএলের আগে যে কোনও দলের কাছেই দুঃসংবাদ বয়ে গেলে সেই দলের কোনও ক্রিকেটারের চোট-আঘাত। এ বারের আইপিএল-ও তার ব্যতিক্রম নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৫:৩০
Share:

চোট পেয়েছেন হার্দিক, সূর্য, দীপকরা।

আইপিএলের আগে যে কোনও দলের কাছেই দুঃসংবাদ বয়ে আনে সেই দলের কোনও ক্রিকেটারের চোট-আঘাত। এ বারের আইপিএল-ও তার ব্যতিক্রম নয়। একাধিক দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের শুশ্রূষা করতে ব্যস্ত। তাঁদের পুরো প্রতিযোগিতায় পাওয়া যাবে কিনা, সেটাই আসল প্রশ্ন। এ রকমই পাঁচ ক্রিকেটারের কথা তুলে ধরা হল:

Advertisement

হার্দিক পাণ্ড্য
তালিকায় প্রথম স্থানেই রয়েছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোলিং করবেন কিনা সে ব্যাপারেও নিশ্চয়তা দেননি। ফলে মনে করা হচ্ছে, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। আইপিএলে খেলার আগে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

দীপক চাহার

Advertisement

আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার। নতুন মরসুম শুরুর আগে গুরুতর চোট পেয়েছেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল গোটা মরসুমেই খেলতে পারবেন না। তবে আশা করা হচ্ছে, এপ্রিলে ফিরতে পারেন তিনি। কারণ অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছেন।

সূর্যকুমার যাদব

ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে যান। তিনি ১০০ শতাংশ ফিট নন। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা কম।

রুতুরাজ গায়কোয়াড়

ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা তরুণ ক্রিকেটার। গত বছর চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এ বারও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। তবে কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে না-ও পারেন। আপাতত এনসিএ-তে চোট সারাতে ব্যস্ত তিনি।

মার্ক উড

সাড়ে সাত কোটি টাকায় তাঁকে নিলামে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তৃতীয় টেস্ট, এমনকী আইপিএলের শুরুতেও খেলার সম্ভাবনা কম। কবে তিনি লখনউ শিবিরে যোগ দিতে পারবেন সেটাও কেউ জানে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement