IPL 2022

IPL 2022: দিল্লিতে গিয়ে ১১ বছরের ছোট পন্থের কাছে কী শিখতে চান ওয়ার্নার

এ বারের আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় দিল্লি। তবে পরের ম্যাচেই গুজরাত টাইটান্সের কাছে হারতে হয় তাদের। তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে চাইছেন পন্থরা। আর সেই ম্যাচে তাঁদের বড় ভরসা ওয়ার্নার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৪:৩৭
Share:

কিছু দিন আগে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন ওয়ার্নার। ছবি: টুইটার

এক জনের বয়স ২৪। জাতীয় দলের হয়ে টেস্ট, এক দিনের ও টি২০ মিলে মোট ৯৭টি ম্যাচ খেলেছেন। রান করেছেন মোট ৩৩১৮। আইপিএলে ৮৬ ম্যাচে ২৫৪২ রান করেছেন তিনি। অন্য জনের বয়স ৩৫। দেশের হয়ে টেস্ট, এক দিনের ও টি২০ মিলে খেলেছেন মোট ৩১০টি ম্যাচ। রান ১৫,৭৬২। দেড়শ আইপিএল ম্যাচ খেলে করেছেন ৫৪৪৯ রান। পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে দু’জনের মধ্যে বিস্তর ফারাক। অথচ তার পরেও ২৪ বছরের ঋষভ পন্থের কাছে এক হাতে ছক্কা মারা শিখতে চান ৩৫ বছরের অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার

Advertisement

দিল্লি থেকেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল ওয়ার্নারের। এ বারের নিলামের পরে ফের দিল্লিতেই ফিরে এসেছেন তিনি। কিছু দিন আগে দিল্লি শিবিরে যোগও দিয়েছেন। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির প্রথম একাদশে খেলার কথা ওয়ার্নারের। তার আগে অস্ট্রেলীয় ব্যাটার বলেন, ‘‘কী ভাবে এক হাতে এত বড় বড় শট খেলা যায় সেটা আমি পন্থের কাছে শিখতে চাই। ও অনায়াসে এক হাতে ছক্কা মারতে পারে। তরুণ বয়সে নেতৃত্বের দায়িত্ব পড়েছে পন্থের কাঁধে। ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য পন্থ। ওর সঙ্গে ব্যাট করার জন্য মুখিয়ে আছি।’’

দিল্লিতে কোচ হিসাবে দেশীয় রিকি পন্টিংকে পাচ্ছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত তিনি। ওয়ার্নার বলেন, ‘‘দিল্লির হয়ে পন্টিং সাফল্য পেয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক হিসাবে ওর অনেক কীর্তি রয়েছে। পন্টিংয়ের কাছে শেখার অনেক কিছু রয়েছে।’’

Advertisement

এ বারের আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় দিল্লি। তবে পরের ম্যাচেই গুজরাত টাইটান্সের কাছে হারতে হয় তাদের। তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে চাইছেন পন্থরা। আর সেই ম্যাচে তাঁদের বড় ভরসা ওয়ার্নার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement