ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে অর্ধশতরান করেন কামিন্স। আইপিএলের ইতিহাসে এটি ষুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরান। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত।
হতাশ রোহিত ছবি: টুইটার
এখনও যেন ঘোর কাটছে না রোহিত শর্মার। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস দেখে হতভম্ব তিনি।
ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মরসুমে এই পরিস্থিতিতে পড়তে ভাল লাগে না।’’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে ম্যাচ জিততে পারত না বলেই মনে করেন রোহিত। তিনি বলেন, ‘‘ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে অর্ধশতরান করেন কামিন্স। আইপিএলের ইতিহাসে এটি ষুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরান। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভাল হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভাল ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’’