শ্রেয়স আয়ার। ছবি: আইপিএল
খেলার চতুর্থ ওভারে শিবম মাভিকে আক্রমণে আনেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। বিধ্বংসী হয়ে ওঠা শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার ভানুকা রাজাপক্ষকে সাজঘরে ফিরিয়ে দিলেন মাভি। তাও শ্রেয়স আক্রমণ থেকে মাভিকে সরিয়ে নিয়ে ম্যাচের সেরা চাল দিলেন।
মাত্র ৯ বলে ৩১ রান করেন রাজাপক্ষ। ৩টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। তার আগে ওভারের প্রথম চার বলে ২২ রান দেন মাভি। ওভারের প্রথম বলেই চার মেরে মাভিকে স্বাগত জানান রাজাপক্ষ। পরের তিনটে বলই উড়িয়ে দিলেন মাঠের বাইরে। পঞ্চম বলে রাজাপক্ষকে সাজঘরে ফিরিয়ে মধুর প্রতিশোধ নিলেন মাভি। কিন্তু ততক্ষণে অধিনায়কের আস্থা হারিয়ে ফেলেছেন মাভি। তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেন শ্রেয়স।
উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা পঞ্জাবের ব্যাটারদের চাপে রেখেছিলেন। পর পর উইকেট হারাচ্ছিলেন মায়াঙ্ক অগ্রবালরা। সে সময় মাভি সেই চাপ ধরে রাখার মতো ভরসা দিতে পারেননি। ওই ভাবে রান দিলে পাল্টা চাপে পড়তে পারত কেকেআর। কিন্তু শ্রেয়সের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক তা হতে দেয়নি।
কেকেআর অধিনায়ক আক্রমণ থেকে সরিয়ে নেন মাভিকে। বিধ্বংসী হয়ে ওঠা রাজাপক্ষকে আউট করার থেকেও তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন চার বলে ২২ রান দেওয়াকেই। ফলে পঞ্জাব ব্যাটারদের উপর তৈরি হওয়া চাপ আলগা হয়নি। খেলার রাশও কেকেআর-এর হাতছাড়া হয়নি।
শ্রেয়সের সিদ্ধান্ত যে নির্ভুল ছিল তা প্রমাণ হয়ে যায় ম্যাচের ১৮তম ওভারে। প্রমাণ করলেন সেই মাভিই। নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে দু’টি ওয়াইড সহ ১৭ রান দিলেন এই মিডিয়াম পেসার। পঞ্জাবের গোটা ইনিংসে সব থেকে বেশি রান উঠেছে মাভির দু’টি ওভারেই। পঞ্জাব ইনিংসের শুরুতে মাভিকে আক্রমণ থেকে শ্রেয়সের সরিয়ে নেওয়াই পঞ্জাব-কলকাতা ম্যাচের সেরা চাল।