IPL 2022

কোন পথে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরল কলকাতা

পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে সুবিধা পেয়েছিল কলকাতা। উমেশদের বোলিংয়ের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পঞ্জাব। তবে দ্রুত রানও উঠছিল তাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:০১
Share:

ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২২:৪৩

তৃতীয় ম্যাচেই জয়ে ফিরল কলকাতা

বেঙ্গালুরুর কাছে হারের পর ফের জয়ে ফিরল কলকাতা। পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২২:৩৪

রাসেল ঝড়

অর্ধশতরান করলেন রাসেল। ২৬ বলে ৫০ করলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২২:০২

আউট রানাও

এক ওভারে কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নিলেন রাহুল চাহার।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২১:৫৮ key status

আউট শ্রেয়স

১৫ বলে ২৬ রান করে আউট শ্রেয়স। রাহুল চহারের বলে ক্যাচ তুলে দিলেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২১:৪৬

শ্রেয়সের শটে আত্মবিশ্বাস

রহাণে আউট হতে তিন নম্বরে নামলেন শ্রেয়স। শুরু থেকেই তাঁর শটে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। ৪ ওভারে ৩৩ রান তুলল কলকাতা।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২১:৩৬

রহাণেকে ফেরালেন রাবাডা

১৪ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। ১১ বলে ১২ রান করে আউট রহাণে। 

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২১:২০ key status

পঞ্জাব তুলল ১৩৭ রান

১৯তম ওভারে বল করতে আসেন রাসেল। প্রথম বলে একটি উইকেট নেন তিনি। পরের বলে রান আউট হন অর্শদীপ। ১৩৭ রানেই শেষ পঞ্জাবের ইনিংস। জয়ের জন্য ১৩৮ রান প্রয়োজন কলকাতার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২০:৫৪ key status

উমেশের চার উইকেট

পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন উমেশ। তাঁর দাপটে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে পঞ্জাব।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২০:৪০

১৩ ওভারে পঞ্জাবের ৯৭/৬

শূন্য রানে আউট শাহরুখ। ষষ্ঠ উইকেট হারাল পঞ্জাব। দ্বিতীয় উইকেট পেলেন সাউদি। ক্রিজে হরপ্রীত এবং ওডিন স্মিথ। 

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২০:২৯ key status

১০ ওভারে পঞ্জাব ৮৫/৫

প্রথম দশ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারাল পঞ্জাব। দুই উইকেট নেন উমেশ। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি, শিবম মাভি এবং সুনীল নারাইন। পঞ্জাবের হয়ে ক্রিজে রয়েছেন শাহরুখ খান এবং হরপ্রীত ব্রার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২০:০৫

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন শিখর

তৃতীয় উইকেট হারাল পঞ্জাব। টিম সাউদির বলে উইকেটরক্ষক স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিলেন শিখর ধবন। অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে আউট হলেন তিনি। ১৫ বলে ১৬ রান করেন শিখর।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:৫৫ key status

আউট ভানুকা

এক ওভারে ২২ রান দিলেন মাভি। তাঁর ওভারে প্রথম বলে চার এবং পরের তিনটি বলে ছয় মারেন ভানুকা। সেই ওভারের পঞ্চম বলে ফের ছয় মারতে গিয়ে সাউদির হাতে ক্যাচ দিলেন ভানুকা। ৪৩ রানে ২ উইকেট হারাল পঞ্জাব।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:৪৭

উমেশের দ্বিতীয় ওভারে উঠল ১৪ রান

প্রথম ওভারে উইকেট পাওয়া উমেশকে স্ট্রেট ড্রাইভে দুরন্ত ছয় মারলেন শিখর। ১৪ রান উঠল সেই ওভারে।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:৪২

২ ওভারে ৭ রান পঞ্জাবের

ময়ঙ্ককে হারিয়ে ৭ রান তুলল পঞ্জাব। শুরুতেই উমেশ ফিরিয়ে দেন পঞ্জাবের অধিনায়ককে।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:৩৬ key status

শুরুতেই আউট ময়াঙ্ক

ময়াঙ্ক অগ্রবালকে ফিরিয়ে দিলেন উমেশ যাদব।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:১১

এক নজরে দুই দলের প্রথম একাদশ

শেল্ডন জ্যাকসনকে বসিয়ে শিবম মাভিকে দলে নিয়েছে কলকাতা।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৮:৫৯ key status

টস জিতল কলকাতা

পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement