কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ছবি: টুইটার থেকে
আইপিএলের প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে পরিণতিবোধ এবং মুন্সিয়ানার পরিচয় দিলেন শ্রেয়স আয়ার।
মাত্র ২৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চেন্নাই সুপার কিংসের ইনিংস যখন চাপে, তখনই সেরা চাল দিলেন আয়ার। ষষ্ঠ ওভারে লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে এলেন আক্রমণে। শুধু তাই নয়, টানা চার ওভার বল করিয়ে চেন্নাইয়ের রান তোলার গতি কমিয়ে চাপ আরও বাড়িয়ে দিলেন গত বারের চ্যাম্পিয়নদের উপর।
উইকেটের এক দিকে উমেশ যাদব প্রতিপক্ষকে চাপে রাখলেও অন্য প্রান্তে মার খেয়ে যাচ্ছিলেন শিভম মাভি। কর্নাটকের স্পিনার এসে রান তো আটকালেনই পাশাপাশি সাজঘরে ফেরালেন চেন্নাইয়ের ইনিংস মেরামতে চেষ্টা করা অভিজ্ঞ রবীন উথাপ্পাকে। টানা চার ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিলেন বরুণ।
অধিনায়কের ভরসার আস্থা রাখলেন বরুণ। গত বারের ফাইনালে চেন্নাইয়ের কাছে হারের বদলা এ বার প্রথম ম্যাচেই নিয়ে নিল কলকাতা।