Mohun Bagan

অ্যাওয়ে ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায় মোহনবাগান, শুক্রবার অনিশ্চিত স্টুয়ার্ট

ঘরের মাঠে তারা যেমন অপ্রতিরোধ্য, তেমনই বাইরের মাঠেও। তাই শুক্রবার গোয়ার মাঠে খেলতে নামার আগে বিন্দুমাত্র চিন্তায় নেই মোহনবাগান। কোচ হোসে মোলিনা সাফ জানালেন, লিগ-শিল্ড জেতা তাদের লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
Share:

গোয়াতেও জিততে চায় মোহনবাগান। ছবি: সমাজমাধ্যম।

ঘরের মাঠে তারা যেমন অপ্রতিরোধ্য, তেমনই বাইরের মাঠেও। চলতি মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর কাছে হার ছাড়া এ বার বাইরের মাঠে একটি ম্যাচেও হারেনি মোহনবাগান। হায়দরাবাদ এবং নর্থইস্টের বিরুদ্ধে জয়। ওড়িশার বিরুদ্ধে ড্র। তাই শুক্রবার গোয়ার মাঠে খেলতে নামার আগে বিন্দুমাত্র চিন্তায় নেই মোহনবাগান। কোচ হোসে মোলিনা সাফ জানালেন, লিগ-শিল্ড জেতা তাদের লক্ষ্য। সে কারণে পরের ম্যাচেও জিততে হবে। এ দিকে, দলের সঙ্গে গোয়া গেলেও শুক্রবারের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের খেলা নিশ্চিত নয়। মোলিনা জানিয়েছেন, তাঁর সুস্থ হতে সময় লাগবে।

Advertisement

মুখোমুখি সাক্ষাতে মোহনবাগান গোয়াকে পাঁচ বার হারিয়েছে। হেরেছে মাত্র দু’টিতে। তাই পরিসংখ্যানও সবুজ-মেরুনের পক্ষেই। তা ছাড়াও আইএসএলে গত আট ম্যাচে অপরাজিত তারা। আগের ম্যাচে খাদের কিনারা থেকে হারিয়েছে কেরল ব্লাস্টার্সকে। ফলে গোটা দলই আত্মবিশ্বাসী। শুক্রবার গোয়াকে হারালে টানা পাঁচটি ম্যাচ জিতবে তারা। অতীতে ২০২১ এবং ২০২৩ সালে এই কাজ করে দেখিয়েছে তারা।

শুক্রবার মোলিনা বলেছেন, “টানা দু’বার লিগ-শিল্ড জেতার জন্য কঠোর পরিশ্রম করছি আমরা। তবে এখন গোয়া ম্যাচ জেতার দিকেই নজর দিচ্ছি। লম্বা মরসুম খেলতে হবে। সবে অর্ধেক হয়েছে। এখনও পর্যন্ত ভালই খেলেছি। আমি খুশি। ফুটবলারদের প্রশংসা করতেই হবে। তবে গোটা মরসুম জুড়ে এ ভাবেই পরিশ্রম করতে হবে আমাদের। গোয়ার সঙ্গে একটা উত্তেজক ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

Advertisement

চলতি মরসুমে ২২টি গোল করেছে মোহনবাগান। হজম করেছে মাত্র ১০টি, যা সব দলের থেকে কম। মোলিনার লক্ষ্য এটাই। তিনি এ দিনও জানিয়েছেন, গোল করা এবং গোল না খাওয়াই তাঁর দলের লক্ষ্য। পাশাপাশি তাঁর সংযোজন, “আমাদের কাছে ১১ জন, ২৫ জন রয়েছে। প্রত্যেকে পরিশ্রম করছে। অনেকেই দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। এ কারণেই আমি শক্তিশালী দল। অনেক সময়েই আমরা খারাপ খেলেছি। কিন্তু পরিবর্ত ফুটবলারেরা জিতিয়েছে। আমরা খারাপ খেলে জিততে চাই না। ভাল খেলে জিততে চাই।”

পুরনো দলের বিরুদ্ধে নিজের শহরে খেলতে চলেছেন লিস্টন কোলাসো। গত মরসুমে কিছুটা খারাপ ফর্মে থাকলেও এ মরসুমে ছন্দ ফিরে পেয়েছেন। তাঁকে নিয়ে মোলিনার মন্তব্য, “আমার কাজই হল একজন ফুটবলার যাতে মাঠে নেমে ভাল খেলতে পারে সে ব্যাপারে সাহায্য করা। আমার কাছে সবাই সমান। তবে উইঙ্গারেরা একটু বেশি গুরুত্বপূর্ণ। লিস্টন খুবই ভাল খেলছে। গোল করা, একের বিরুদ্ধে এক পরিস্থিতি ও কার্যকরী।”

লিস্টন নিজে বলেছেন, “গোয়া আমার শহর। প্রতি বারই এখানে ফিরতে পেরে ভাল লাগে। এ বারও এসেছি সময়টা উপভোগ করতে। গোয়া এবং মোহনবাগান আলাদা দল। ওখানকার সমর্থকদের জবাব নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement