দারুণ খেললেন সাউদি। ছবি আইপিএল
পঞ্জাব কিংসের বিরুদ্ধে বলে-ফিল্ডিংয়ে মাতিয়ে দিলেন টিম সাউদি। বল হাতে যেমন দু’টি মূল্যবান উইকেট নিয়েছেন, তেমনই ফিল্ডিং করতে গিয়ে এমন তিনটি ক্যাচ নিয়েছেন যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সঙ্গত কারণেই কলকাতা-পঞ্জাব ম্যাচে আনন্দবাজার অনলাইনের বিচারে সেরা ক্রিকেটার নিউজিল্যান্ডের সাউদি।
উমেশ যাদবের সঙ্গে নতুন বলেই শুরু করেছিলেন সাউদি। উইকেট পাওয়ার আগেই অবশ্য তাঁর তালুবন্দি হন ভানুকা রাজাপক্ষ। শিবম মাভির বলে পর পর তিনটি ছক্কা মেরে তখন ফুটছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। মাভির স্লোয়ারে ঠকে গিয়ে মিড-অফে সহজ ক্যাচ তুলে দেন রাজাপক্ষ। এর পরেই সাউদি তুলে নেন শিখর ধবনের উইকেট। ১৬ রানে উইকেটকিপার স্যাম বিলিংসের বলে ক্যাচ দেন ধবন।
এ ভাবেই রাবাডার ক্যাচ নিলেন সাউদি। ছবি আইপিএল
সাউদি দ্বিতীয় ক্যাচ নেন লিয়াম লিভিংস্টোনের। উমেশের বলে তুলে মারতে গিয়েছিলেন লিয়াম। বাউন্ডারির একেবারে ধারে দাঁড়িয়ে বল তালুবন্দি করেন সাউদি। তবে সবচেয়ে কঠিন ক্যাচ নিলেন কাগিসো রাবাডার। দক্ষিণ আফ্রিকার বোলার আচমকাই কেকেআর বোলারদের উপর চড়াও হয়েছিলেন। আন্দ্রে রাসেলের বল তাঁর ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। লং অফ থেকে মিড-অনে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন সাউদি। তার আগে শাহরুখ খানকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি।