দারুণ বোলিং মুকেশের। ছবি আইপিএল
মুকেশ চৌধরীকে হায়দরাবাদ-চেন্নাই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। বল হাতে দুরন্ত খেলার জন্যেই বেছে নেওয়া হল তাঁকে। শেষ ওভার বল করতে এসে ২৪ রান দিলেই ঠিকই। কিন্তু তার আগে যে চারটি উইকেট নিলেন তা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। দিনের শেষে চার ওভারে ৪৬ রান দিয়ে চার উইকেট নিলেন তিনি।
চেন্নাইয়ের ২০৩ রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন। ওপেনিং জুটিতে ৫০ রান পেরিয়ে যায়। ষষ্ঠ ওভারে বল করতে এসে পঞ্চম বলে অভিষেককে ফিরিয়ে দেন মুকেশ। ক্যাচ নেন ডোয়েন প্রিটোরিয়াস। মুকেশের পরের বলেই ফিরে যান এ মরসুমে হায়দরাবাদের অন্যতম ধারাবাহিক ব্যাটার রাহুল ত্রিপাঠী। প্রথম বলেই তাঁকে আউট করেন মুকেশ।
এর পর আর কোনও উইকেট পাননি তিনি। পরে যখন বল করতে আসেন, সেই ওভারেও তুলে নেন দু’টি উইকেট। মুকেশের বলে মারতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনির হাতে ক্যাচ দেন শশাঙ্ক সিংহ। সেই ওভারেই ওয়াশিংটন সুন্দরকে তুলে নেন মুকেশ।