Virat Kohli

Virat Kohli: আইপিএলের বাকি ম্যাচে অন্য কোহলীকে দেখা যাবে, আশাবাদী গাওস্কর

খরা কাটিয়ে অবশেষে রানে ফিরেছেন বিরাট কোহলী। শনিবার দল হারলেও গুজরাতের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন, যা এ বারের আইপিএলে তাঁর প্রথম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৯:২৪
Share:

কোহলীকে নিয়ে খুশি গাওস্কর ছবি আইপিএল

খরা কাটিয়ে অবশেষে রানে ফিরেছেন বিরাট কোহলী। শনিবার দল হারলেও গুজরাতের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন, যা এ বারের আইপিএলে তাঁর প্রথম। দীর্ঘ দিন বাদে তাঁকে দর্শনীয় শট খেলতে দেখা গিয়েছে। সুনীল গাওস্করের মনে হচ্ছে, কোহলী অবশেষে ছন্দে ফিরেছেন। তাঁর ধারণা, এই অর্ধশতরান কোহলীকে আত্মবিশ্বাসী করে তুলবে, যা সাহায্য করবে পরের ম্যাচগুলিতে।

ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্কর বলেছেন, “কোহলীর জন্যে এই ইনিংসটা খুব দরকার ছিল। ওর দলের জন্যেও ততটাই। ইনিংসের শুরু থেকে ভাল খেলতে থাকলে এবং অর্ধশতরান পেলে সেটা বাকি ম্যাচগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। দলের প্রধান ক্রিকেটার দারুণ সব শট খেলছে, পায়ের নড়াচড়াও দুর্দান্ত। এর থেকে বেশি আর কী চাই একটা দলের। এই ইনিংস কোহলীর আত্মবিশ্বাস বাড়াবে। বেঙ্গালুরুর বাকিরাও নিশ্চয়ই কোহলীর ছন্দে ফেরা দেখে অত্যন্ত খুশি।”

Advertisement

শনিবার কোহলী ৫৩ বলে ৫৮ রান করেন। খুব বেশি মারকুটে ছিলেন না। বরং বল ধরে খেলার দিকে অনেক বেশি নজর দিয়েছিলেন তিনি। অনেক সমর্থক তাতেও সন্তুষ্ট নন। তাঁদের দাবি, কোহলী বড্ড বেশি বল খেলে ফেলেছেন। ফলে পরের দিকে ব্যাটাররা স্কোরবোর্ডে আরও রান তুলতে চাইলে বল পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement