অলরাউন্ড পারফরম্যান্স দুষ্মন্তর ছবি আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে পঞ্জাব-লখনউ ম্যাচের সেরা দুষ্মন্ত চামিরা। শ্রীলঙ্কার এই ক্রিকেটার শুক্রবার ব্যাট এবং বল — দু’ভাবেই দলের জয়ে অবদান রেখেছেন। লখনউ সুপার জায়ান্টসও ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে তারা।
এ দিন প্রথমে ব্যাট করেছিল লখনউ। স্কোরবোর্ডে বেশি রান ওঠেনি। শেষ দিকে নেমে ১০ বলে ১৭ রান করেন তিনি। মেরেছেন দু’টি ছক্কা। তবে তাঁর আসল অবদান বল হাতেই। বিপক্ষের দু’জন সেরা ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার। ময়ঙ্ক অগ্রবাল এবং জনি বেয়াস্টোকে আউট করেন চামিরা।
নিজের প্রথম ওভারে কোনও উইকেট পাননি তিনি। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ময়ঙ্ক ছয় মারেন চামিরাকে। পরের দু’টি বলে চামিরা রান দেননি। চতুর্থ বলেই ময়ঙ্ককে তুলে নেন চামিরা। দুরন্ত ক্যাচ নেন কেএল রাহুল।
এর পর বেশ কয়েক ওভার তিনি বল পাননি। ১৬তম ওভারে তাঁর হাতে বল তুলে দেন রাহুল। ক্রিজে তখন জমে গিয়েছেন জনি বেয়ারস্টো। চামিরার ১৪১ কিমির বল বেয়ারস্টোর ব্যাটে লেগে উড়ে যায় থার্ড ম্যানে। সেখানে ক্যাচ ধরেন ক্রুণাল পাণ্ড্য।