IPL 2022

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে মুম্বই-দিল্লি ম্যাচের সেরা টিম ডেভিড

ব্যাট হাতে মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট। কিন্তু তাতেই মুম্বইয়ের হয়ে ঝড় তুললেন তিনি। ১১ বলে করলেন ৩৪ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২২ ২৩:৪৮
Share:

—ফাইল চিত্র

দিল্লি ক্যাপিটালসের হাতে থাকা ম্যাচ নিয়ে চলে গেলেন টিম ডেভিড। ব্যাট হাতে মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট। কিন্তু তাতেই মুম্বইয়ের হয়ে ঝড় তুললেন তিনি। ১১ বলে করলেন ৩৪ রান। আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা টিম ডেভিড।

Advertisement

ডেভিড যখন ব্যাট করতে নামেন, জয়ের থেকে তখনও ৬৫ রান দূরে মুম্বই। হাতে বল রয়েছে মাত্র ৩৩টি। এমন অবস্থা থেকে মুম্বইকে বার করেন ডেভিড। চারটি ছয় মারেন তিনি। মুম্বইয়ের জয়ের পিছনে বিরাট ভূমিকা রয়েছে তাঁর। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে ফিরতে না পারলেও, ডেভিডের ইনিংস ছাড়া ম্যাচ জেতা কঠিন ছিল মুম্বইয়ের।

যদিও এই জয়ের পরেও প্লে-অফে যাওয়া হল না মুম্বইয়ের। বুমরাদের জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement