বিরাট কোহলি। ছবি: পিটিআই।
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বেঙ্গালুরুকে জিতিয়ে আলোচনায় চলে এসেছেন যশ দয়াল। প্লে-অফে উঠতে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। দয়াল ৭ রানের বেশি দেননি। উল্টে তুলে নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনির উইকেট। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখে বোঝা গিয়েছে কোহলির পরামর্শেই সাফল্য পেয়েছেন দয়াল।
শেষ ওভারের প্রথম বলে ইয়র্কার দিতে গিয়েছিলেন দয়াল। তবে সেটি ফুলটস হয়ে যায়। ডিপ ফাইন লেগের উপর দিয়ে বড় ছক্কা মেরে দেন ধোনি। ১১০ মিটারের সেই ছয়ের চোটে বল স্টেডিয়ামের বাইরে চলে যায়।
তার পরেই দয়ালের কাছে এসে কোহলি বলেছিলেন, ‘ইয়র্কার নয়, স্লো বল করো।’ দ্বিতীয় বলটি হাতের পিছন দিক থেকে ছাড়েন দয়াল। সেই বলেও ছয় মারতে গিয়েছিলেন ধোনি। কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঠিকঠাক না হওয়ায় বল কানায় লেগে উঠে যায়। বাউন্ডারির ধারে ধরা পড়েন স্বপ্নিল সিংহের হাতে।
ধোনি আউট হওয়ার পর কোহলিকে দেখা গিয়েছে হাত মুঠো করে উচ্ছ্বাস করতে। তার পরেই চিৎকার করতে করতে ছুটে এসে দয়ালকে জড়িয়ে ধরেন।
সেই ম্যাচের পর কোহলি সম্পর্কে দয়াল বলেছিলেন, “দেখো, কী ভাবে সাফল্য পাওয়া যায় সেটা তোমাকে বলতে পারব না। আমি শুধু প্রক্রিয়াটা বলতে পারি। কারণ একই প্রক্রিয়া অনুসরণ করে আমি সাফল্য পেয়েছি। প্রতিযোগিতার শুরুর দিকে এই কথাগুলো আমাকে খুবই সাহায্য করেছে।”