হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।
খাতায়-কলমে এখনও আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু প্রথম চারে শেষ করা যে খুবই কঠিন, এটা মেনে নিচ্ছেন দলের প্রত্যেকেই। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য আবার মুখ খুলেছেন ব্যর্থতা নিয়ে। জানিয়েছেন, ব্যর্থতা থেকে নতুন কিছু শেখাই তাঁর কাছে মূলমন্ত্র। উঠে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গও।
সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে হার্দিক বলেছেন, “আমি বরাবরই কোনও কিছুর দায়িত্ব নিতে চাইতাম। কারণ কোনও কিছু আপনার অধীনে থাকলে সেটা অনেক ব্যক্তিগত হয়। আমি কখনও ভুল স্বীকার করতে পিছপা হই না। তবে ঝুঁকি নিতেও পিছু হটি না। ব্যর্থ হলে সেখান থেকে শিখি।”
হার্দিকের সংযোজন, “ব্যর্থতার থেকে শেখা একটা অভিজ্ঞতা। আপনার সবচেয়ে কাছের বন্ধু, আপনার আদর্শ, এমনকি মাহি ভাইয়ের (মহেন্দ্র সিংহ ধোনি) মতো কেউ আপনার পাশে থাকলেও শেখাতে পারবে না। আপনাকে নিজেকেই শিখতে হবে।”
সাফল্য পেতে গেলে যে ব্যর্থতার মুখ দেখাও জরুরি, এটা মেনে নিয়েছেন হার্দিক। তাঁর কথায়, “কোনও কোনও সময় লাগাতার ব্যর্থতা আসতে থাকে। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। তখনই আমি ভাবতে শুরু করি কী কী দায়িত্ব আমার সামনে রয়েছে এবং কোন কোন দায়িত্ব আমি ভাল ভাবে পালন করতে পারি।”