ভরসা: আজ সামনে হায়দরাবাদ। প্রস্তুতিতে শুভমন। ছবি: পিটিআই।
একটা ম্যাচ জয়, অন্যটায় হার। দু’ম্যাচে দু’পয়েন্ট পেয়ে গুজরাত টাইটানস রয়েছে এখন সাত নম্বরে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পেয়েছিলেন শুভমন গিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারতে হয় শুভমনের গুজরাতকে। তবে নতুন অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন কোচ গ্যারি কার্স্টেন। তিনি মনে করেন, নেতৃত্বের খুঁটিনাটি ব্যাপার দ্রুতই শিখে নেবেন শুভমন।
আমদাবাদে সাংবাদিকদের কাছে কার্স্টেন বলেন, ‘‘এটা অত্যন্ত দ্রুতগতির খেলা। সব সময় রণনীতি নিয়ে ভাবতে হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এটা টেস্ট ক্রিকেট নয় যে অনেক সময় পাওয়া যায়।’’ রবিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে গুজরাত। তার আগে কার্স্টেন বলেছেন, ‘‘দলকে গিল যে ভাবে নেতৃত্ব দিচ্ছে, তাতে খুবই খুশি হয়েছি।’’
হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটানস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দেওয়ার পরে গুজরাতের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় শুভমনকে। কার্স্টেন বলেছেন, ‘‘নতুন ভূমিকায় শুভমন খুব ভাল মানিয়ে নিয়েছে। ভাল নেতৃত্ব দেওয়ার গুণ দেখা গিয়েছে ওর মধ্যে। শুভমন খুব বুদ্ধিমান ছেলে। ওর বয়স অল্প। অনেক কিছু শেখার আছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। আস্তে আস্তে শিখে নেবে।’’
চেন্নাই সুপার কিংসের কাছে দ্বিতীয় ম্যাচে ৬৩ রানে হারতে হয়েছে গুজরাতকে। ফলে তাদের নেট রানরেটও ধাক্কা খেয়েছে। কোচ মেনে নিচ্ছেন, ওই ম্যাচে তাঁর দল খারাপ ক্রিকেট খেলেছে। বলেন, ‘‘যে কোনও দলের মতোই আমরাও মাঠে নেমে সেরাটা দিতে চাই। সিএসকে-র বিরুদ্ধে একেবারেই ভাল খেলতে পারিনি। আমরা তা মেনেও নিয়েছি। আলোচনাও হয়েছে। দক্ষতাকে আরও কাজে লাগাতে হবে।’’
গুজরাতের সামনে এ বার সানরাইজ়ার্স হায়দরাবাদের কঠিন চ্যালেঞ্জ। প্যাট কামিন্সের দল আগের ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান তুলে রেকর্ড গড়েছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও দুশোর উপরে রান তুলে দিয়েছে। দুরন্ত ছন্দে আছেন হেনরিখ ক্লাসেন। গুজরাত বোলারদের সামনে কঠিন পরীক্ষা হবে হায়দরাবাদের ব্যাটসম্যানদের সামলানো।
কার্স্টেন বলেছেন, ‘‘প্রত্যেক দলের নিজস্ব শক্তি থাকে। সিএসকে ম্যাচে যেটা আমরা দেখাতে পারিনি। ওই ম্যাচ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’’ তবে নেট রানরেট (-১.৪২৫) নিয়ে চিন্তায় আছেন কোচ। কার্স্টেনের কথায়, ‘‘আমাদের কোনও একটা ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে।’’ গুজরাতের প্রথম দিকের ব্যাটসম্যানরা এখনও সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। কিন্তু কার্স্টেন ব্যাটসম্যানদের পাশেই আছেন।
আজ আইপিএলে: গুজরাত টাইটানস বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ (দুপুর ৩.৩০ থেকে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার)