আইপিএল নিয়ে রেগে গেলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। — ফাইল চিত্র
পাকিস্তান সফরে গিয়েছে নিউ জ়িল্যান্ড দল। কিন্তু দ্বিতীয় সারির দল নিয়ে। প্রথম দলে থাকা আট জন ক্রিকেটার আইপিএল খেলতে ব্যস্ত। দ্বিতীয় সারির নিউ জ়িল্যান্ডকে অনায়াসে দু’টি ম্যাচে হারিয়েছে পাকিস্তান। তাই দেখেই ব্যাপক রেগে গেলেন আব্দুল রজ্জাক। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার একহাত নিলেন আইপিএলকে।
সে দেশের এক ওয়েবসাইটে রজ্জাক বলেছেন, “প্রথমত, আমার মতে নিউ জ়িল্যান্ডের উচিত ছিল শক্তিশালী দল নিয়ে খেলতে আসা। তাদের মধ্যে কেউ আইপিএলে গিয়েছে। কেউ ফিট নয়। এই সিরিজ় নিয়ে ওদের কোনও আগ্রহই নেই। ওদের বিরুদ্ধে টেস্ট খেলার সময় পুরো শক্তির দল নিয়ে এসেছিল। তখন দুর্দান্ত সব ম্যাচ খেলা হয়েছিল।”
রজ্জাকের সংযোজন, “এখন ওদের দলে কোনও শক্তিশালী ক্রিকেটার নেই। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে যে দলটাকে পাঠিয়েছিলাম, সেই ধরনের দলই ওরা আমাদের বিরুদ্ধে পাঠিয়েছে। ওদের ক্রিকেটারদের অগ্রাধিকার অবশ্য আলাদা। ওরা আইপিএল খেলতে ব্যস্ত। জানি না কেন আইপিএলের মতো লিগ খেলার জন্য ওদের বোর্ড অনুমতি দেয়। জাতীয় দল সবার আগে। সে জায়গায় তরুণ দল নিয়ে পুরোদস্তুর একটা সিরিজ় খেলতে আসতে দেখে আমার অবাকই লাগছে।”
প্রসঙ্গত, নিউ জ়িল্যান্ডের প্রথম দলে থাকা লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে আইপিএলে খেলছেন। কেন উইলিয়ামসন চোট পেয়ে ছিটকে গিয়েছেন।