আগের ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এ বার সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ছবি: আইপিএল
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মুম্বইয়ের ক্রিকেটারদের জার্সিতে দেখা যাবে হরমনপ্রীত কউর, সাইকা ইশাকদের নাম। না, তাঁরা খেলতে নামবেন না। তাঁদের জার্সিই শুধু মাঠে দেখা যাবে।
আসলে রোহিত শর্মারা কেকেআরের বিরুদ্ধে নিজেদের জার্সি পরে খেলতে নামবেন না। তাঁরা নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা ক্রিকেটারদের জার্সি পরে। সেই দলের অধিনায়ক হরমনপ্রীত। অর্থাৎ, রোহিতের জার্সিতে হয়তো তাঁর নাম লেখা থাকবে। বাকিদের ক্ষেত্রেও তাই।
নীতা অম্বানীর রিলায়্যান্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আইপিএলের একটি ম্যাচে ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’-এর প্রচার করা হয়। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে সেটাই করা হবে। তাই এই জার্সি বদল। শুধু তাই নয়, এই ম্যাচে মাঠে থাকবে ১৯ হাজারের বেশি ছাত্রী। কলকাতা-মুম্বই ম্যাচ দেখবে তারা।
মুম্বইয়ের এই উদ্যোগের প্রশংসা করেছেন রোহিতদের দলের প্রধান কোচ মার্ক বাউচার। তিনি বলেছেন, ‘‘এটা খুব ভাল উদ্যোগ। সবার মধ্যে শিক্ষা ও খেলা প্রচার করার মাধ্যম হিসাবে একে ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি এই উদ্যোগের ফলে আগামী দিনে আরও অনেক ক্রিকেটার উঠে আসবে।’’
প্রশংসা করেছেন মুম্বইয়ের মহিলা দলের বোলিং কোচ ঝুলন গোস্বামীও। তিনি বলেছেন, ‘‘এই উদ্যোগ আরও বেশি মেয়েদের মনে ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়াবে। ভবিষ্যতে আরও অনেক মহিলা ক্রিকেটার আমরা পাব।’’