বিরাট কোহলির সঙ্গে ঝামেলা করে কত বড় ভুল করেছেন তা হয়তো এ বার হাড়ে হাড়ে টের পাচ্ছেন নবীন উল হক। ফাইল ছবি।
বিরাট কোহলির সঙ্গে ঝামেলা করে কত বড় ভুল করেছেন তা হয়তো এ বার হাড়ে হাড়ে টের পাচ্ছেন নবীন উল হক। যেখানেই যান না কেন, কোহলি তাঁর পিছু ছাড়ছেন না। ইডেন গার্ডেন্সেও নবীন বল করার সময় শোনা গেল ‘কোহলি, কোহলি’ চিৎকার। তাড়াহুড়ো করে ভুল লাইনে বল করে রানও দিলেন নবীন।
কেকেআরের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন নবীন। আফগানিস্তানের ক্রিকেটারকে দেখামাত্রই খোঁচা মারার সুযোগ ছাড়েননি ইডেনের সমর্থকরা। ঘন ঘন উঠতে থাকে ‘কোহলি, কোহলি’ চিৎকার। সেই ওভারে নবীনের বলে দু’টি চার এবং একটি ছয় মারেন জেসন রয়। চিৎকারের চোটে কিছুটা হলেও দিশেহারা বল করছিলেন নবীন।
কিন্তু ইডেনকে পাল্টা দিতেও ছাড়েননি। ১৪তম ওভারে আউট হন আফগানিস্তানে নবীনের সতীর্থ রহমানুল্লা গুরবাজ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে তিন বারের চেষ্টায় ক্যাচ ধরেন রবি বিষ্ণোই। সুইপার কভারে দাঁড়িয়েছিলেন নবীন। তিনি এসে দর্শকের উদ্দেশে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলেন।
তবে ইডেনের সমর্থকরা থামেননি। ১৫তম ওভারে যখন দ্বিতীয় স্পেলে নবীন বল করতে আসেন, তখনও কোহলির নামে চিৎকার শোনা যায়। তবে সেই ওভারে নবীন মাত্র ছয় রান দেন।