দলের সাফল্যের রহস্য জানালেন ধোনি। ছবি: আইপিএল।
কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর ইডেনের দর্শকদের ধন্যবাদ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। গ্যালারিতে হাজার হাজার মানুষকে চেন্নাইয়ের জার্সি পরে থাকতে দেখে খুশি চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
ম্যাচের পর ধোনি বলেন, ‘‘আমাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। প্রচুর মানুষ হলুদ জার্সি পরে এসেছিলেন। হয়তো তাঁরাই আবার পরের দিন কেকেআরের জার্সি পরে খেলা দেখতে আসবেন। দর্শকরা হয়তো আমাকে বিদায় জানাতে এসেছিলেন। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।’’ ধোনি বিদায়ের কথা বলেও, ইডেনে শেষ ম্যাচ খেলে ফেললেন কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি।
কলকাতার বিরুদ্ধে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন ধোনি। চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘‘জোরে বোলাররা সত্যিই ভাল পারফরম্যান্স করেছে। মাঝের ওভারগুলোয় স্পিনাররাও ভাল করেছে। উইকেটের এক দিকে বাউন্ডারির দূরত্ব কিছুটা কম ছিল। সেটা আমরা মাথায় রেখেছিলাম। তাই দ্রুত প্রতিপক্ষের কয়েকটা উইকেট তুলে নেওয়ার প্রয়োজন ছিল আমাদের। ওদের উপর চাপ রাখতে চেয়েছিলাম। কারণ কেকেআরের বেশ কয়েক জনের হাতে বড় শট রয়েছে। তাই কোনও সময়ই প্রতিপক্ষ দলকে আমরা হালকা ভাবে নিইনি।’’
সতীর্থদের থেকে সেরাটা বের করে নেওয়ার কৌশলও ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘‘কারও চোট থাকলে কিছু করার থাকে না। তখন তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টা করি ভাল পারফর্ম করার জন্য। আমরা ভাগ্যবান যে সবাই ভাল পারফরম্যান্স করছে।’’
অজিঙ্ক রাহানের ছন্দেও খুশি চেন্নাই অধিনায়ক। ধোনি বলেছেন, ‘‘আমরা মনে করি, সকলকে তার স্বাচ্ছন্দের জায়গায় খেলতে দেওয়া উচিত। সকলের মধ্যেই কিছু না কিছু ক্ষমতা আছে। স্বচ্ছন্দে খেলার সুযোগ পেলে সেই ক্ষমতার সঠিক ব্যবহার করা যায়। স্বাধীনতা দেওয়া দরকার। সুঠিক জায়গায় সুযোগ দেওয়া দরকার। দলে একটা পরিবেশ রয়েছে। কাউকে নিজের জায়গা ছাড়তে হতে পারে অন্যদের স্বাচ্ছন্দ দেওয়ার জন্য।’’