IPL 2024 Final

আইপিএলের ফাইনালে বিকল প্রযুক্তি! আউট হয়ে অসন্তুষ্ট গুরবাজ়, লাভ হল না রিভিউ নিয়েও

আইপিএলের ফাইনালে কাজ করল না প্রযুক্তি। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করার সময় রিভিউ নিয়েও লাভ হল না। সেই সময় বিকল হয়ে গিয়েছিল প্রযুক্তি। খালি চোখে দেখে সিদ্ধান্ত জানালেন তৃতীয় আম্পায়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ২২:২৪
Share:

রহমানুল্লা গুরবাজ়। —ফাইল চিত্র।

আইপিএলের ফাইনালে কাজ করল না প্রযুক্তি। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করার সময় রিভিউ নিয়েও লাভ হল না। সেই সময় বিকল হয়ে গিয়েছিল প্রযুক্তি। খালি চোখে দেখে সিদ্ধান্ত জানালেন তৃতীয় আম্পায়ার।

Advertisement

কেকেআরের ইনিংসের নবম ওভারে আউট হন রহমানুল্লা গুরবাজ়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল করছিলেন শাহবাজ় আহমেদ। এলবিডব্লিউ-র আবেদন করেন তিনি। কিন্তু গুরবাজ় মানতে চাননি। তিনি রিভিউ নেন। তাতে লাভ হয়নি। কারণ প্রযুক্তি বিকল ছিল। তৃতীয় আম্পায়ার দেখতেই পারলেন স্নিকো মিটার এবং বল ট্র্যাকিং। ফলে তাঁর চোখে দেখে মনে হয় গুরবাজ় আউট। তিনি সেই সিদ্ধান্তই জানিয়ে দেন। স্বাভাবিক ভাবেই গুরবাজ় খুশি হতে পারেননি।

আইপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রযুক্তির সাহায্য না পাওয়া অবশ্যই কর্তৃপক্ষের জন্য লজ্জার। হায়দরাবাদ মাত্র ১১৩ রান করায় ম্যাচটা এক পেশে হয়ে যায়। ফলে প্রযুক্তির অভাব কোনও প্রভাব ফেলেনি ম্যাচে। টানটান আইপিএল ফাইনাল হলে প্রযুক্তির অভাব বড় অঘটন ঘটিয়ে দিতে পারত।

Advertisement

ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৩ রান করে হায়দরাবাদ। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলদের দাপটে বেশি রান করতে পারেনি তারা। সেই রান তুলতে কলকাতার লাগে মাত্র ১০.৩ ওভার। ৮ উইকেটে আইপিএল ফাইনাল জিতে নেয় কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement