মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
আগামী শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফে ওঠার জন্য শনিবার বেঙ্গালুরুর ২২ গজে জিততেই হবে। একই পরিস্থিতি দু’শিবিরের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার হঠাৎ প্রতিপক্ষ শিবিরে হাজির মহেন্দ্র সিংহ ধোনি।
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে চেন্নাই। বৃহস্পতিবার দু’দলেরই অনুশীলন ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তখনই এক সুযোগে প্রতিপক্ষ দলের সাজঘরে হঠাৎ চলে যান ধোনি। তাঁকে স্বাগত জানান বেঙ্গালুরুর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা। চা পান করতে করতে সকলে কিছু ক্ষণ গল্পে মেতে ওঠেন। ধোনিকে চা দিয়ে আপ্যায়নের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন আরসিবি কর্তৃপক্ষ।
আইপিএলে ১৩টি ম্যাচ খেলে চেন্নাইয়ের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে বিরাট কোহলিদের সংগ্রহ ১২ পয়েন্ট। শনিবার চেন্নাই জিতলে প্লে-অফে চলে যাবে। বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না, নেট রান রেট ভাল করতে হবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যেতে হলে। প্রথমে ব্যাট করলে চেন্নাইকে ১৮ রানে হারাতে হবে কোহলিদের। আবার পরে ব্যাট করলে ধোনিদের রান ১৮.২ ওভারে টপকে যেতে হবে বেঙ্গালুরুকে।
ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন এ বারের আইপিএলের পর অবসর ঘোষণা করতে পারেন ধোনি। ক্রিকেটার হিসাবে আর দেখা যাবে না ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ককে। তাই আইপিএলের সব মাঠেই ধোনিকে দেখতে ভিড় জমাচ্ছেন তাঁর ভক্তেরা।