প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। সেই রান তাড়া করতে নেমে সাত রানে ম্যাচ হারে কলকাতা। শ্রেয়স ও ফিঞ্চ অর্ধশতরান করলেও বাকিরা রান পাননি। শেষ দিকে উমেশ যাদব কয়েকটি বড় শট খেললেও ম্যাচ জিততে পারেনি কলকাতা।
কী কারণে পরে পাঠানো হয় বেঙ্কটেশকে ফাইল চিত্র
রাজস্থান রয়্যালসের করা ২১৭ রান তাড়া করতে নামার সময় চমক দেখা যায় কলকাতার ব্যাটিং অর্ডারে। অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামেন সুনীল নারাইন। দলের নিয়মিত ওপেনার বেঙ্কটেশ আয়ারকে দেখা যায় ছ’নম্বরে নামছেন। দু’জনেই কেউই অবশ্য সফল হননি। কেন ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন করা হয়েছিল তার ব্যাখ্যা দিলেন দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
ম্যাচ শেষে ম্যাকালাম জানান, পুরো বদলটাই করা হয়েছিল রান তাড়া করার বিষয় মাথায় রেখে। তিনি বলেন, ‘‘ভেবেছিলাম ফিঞ্চের সঙ্গে নারাইন ভাল শুরু দিতে পারবে। আমরা দেখেছি নিজের দিনে নারাইন কতটা বিধ্বংসী। কিন্তু প্রথম বল খেলার আগেই ও রান আউট হয়ে গেল। সেটা আমাদের দুর্ভাগ্য। তবে তার পরে ফিঞ্চের সঙ্গে শ্রেয়স ভাল খেলেছে।’’
রাজস্থানের দুই স্পিনারকে খেলার জন্য বেঙ্কটেশকে নীচে নামানো হয় বলে জানান ম্যাকালাম। তিনি বলেন, ‘‘বেঙ্কটেশ স্পিন খুব ভাল খেলে। আমরা ভেবেছিলাম রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহালের জন্য ওকে পরের দিকে নামাব। একটা দিকের বাউন্ডারি ছোট থাকায় তাকে কাজে লাগাতে পারত বেঙ্কটেশ। কিন্তু সেটাও হয়নি।’’
প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। সেই রান তাড়া করতে নেমে সাত রানে ম্যাচ হারে কলকাতা। শ্রেয়স ও ফিঞ্চ অর্ধশতরান করলেও বাকিরা রান পাননি। শেষ দিকে উমেশ যাদব কয়েকটি বড় শট খেললেও ম্যাচ জিততে পারেনি কলকাতা।