উমরানের বল দেখে মুগ্ধ হয়েছেন হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেন থেকে শুরু করে তাঁর সতীর্থ ভুবনেশ্বর কুমার। স্টেন জানিয়েছেন, উমরানকে দেখলে তাঁর নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে। অন্য দিকে ভুবি জানান, উমরান থাকায় তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে।
কাকে প্রশংসায় ভরিয়ে দিলেন গাওস্কর ফাইল চিত্র
প্রতি বারই আইপিএলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার উঠে আসেন যাঁরা পরবর্তীতে দেশের হয়ে খেলার সুযোগ পান। এ বারেও তেমন কিছু ক্রিকেটারের দেখা পাওয়া গিয়েছে। তবে এক জন ক্রিকেটারের কথা বিশেষ ভাবে বলছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল গাওস্করও। তাঁর মতে, আগামী দিনে ভারতের হয়ে খেলার সুযোগ অবশ্যই পাবেন এই ক্রিকেটার। তিনি আর কেউ নন, সানরাইজার্স হায়দরাবাদের ২২ বছর বয়সি বোলার উমরান মালিক।
উমরানের প্রসঙ্গে বলতে গিয়ে গাওস্কর বলেন, ‘‘উমরানকে দেখে খুব, খুব ভাল লাগছে। শুধু ওর বলের গতি নয়, নিয়ন্ত্রণ আমাকে অবাক করেছে। অনেক বোলার রয়েছে যারা খুব জোরে বল করতে পারে। কিন্তু তাদের বলে নিয়ন্ত্রণ নেই।’’
হায়দরাবাদের বোলারের জন্য একটিই পরামর্শ দিয়েছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘উমরান যদি ওর ওয়াইড বল করার প্রবণতা একটু কমাতে পারে তা হলে ও সাংঘাতিক বোলার হয়ে উঠবে। কারণ সেক্ষেত্রে ও উইকেট লক্ষ্য করে বল করবে। যদি ও উইকেট লক্ষ্য করে ওই গতিবেগে বল করে, তা হলে উমরানকে খেলা সহজ হবে না। উমরান ভারতের হয়ে খেলবেই।’’
উমরানের বল দেখে মুগ্ধ হয়েছেন হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেন থেকে শুরু করে তাঁর সতীর্থ ভুবনেশ্বর কুমার। স্টেন জানিয়েছেন, উমরানকে দেখলে তাঁর নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে। অন্য দিকে ভুবি জানান, উমরান থাকায় তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে।