IPL 2023

আনন্দবাজার অনলাইনের বিচারে দিল্লি-গুজরাত ম্যাচের সেরা চাল কোনটি?

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে গুজরাত টাইটান্স। ম্যাচ চলাকালীন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য কোন চালে বাজিমাত করলেন? বিচার করল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৯
Share:

গুরুত্বপূর্ণ সময়ে রশিদ খানকে বল তুলে দেন হার্দিক পাণ্ড্য। উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাস রশিদের। ছবি: আইপিএল

দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে গুজরাত টাইটান্স। পর পর দু’ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে গত বারের চ্যাম্পিয়নরা। দিল্লির বিরুদ্ধে গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর সেরা চাল কী?

Advertisement

ব্যাট করতে নেমে শুরুতে দিল্লির চার উইকেট পড়ার জুটি বাঁধেন সরফরাজ় খান ও অভিষেক পোড়েল। গুজরাতের পেসারদের বিরুদ্ধে তাঁদের খেলতে খুব একটা সমস্যা হচ্ছিল না। ৩৭ রান যোগ করেন তাঁরা। ডান হাতি-বাঁ হাতি জুটির সামনে বল করতে সমস্যা হচ্ছিল হার্দিকদের দলের পেসারদের। সেই সময় দরকার ছিল এই জুটিকে ভাঙা। তখনই মোক্ষম চাল দিলেন হার্দিক।

১৩তম ওভারে গুজরাত অধিনায়ক বল তুলে দেন তাঁর সেরা অস্ত্র রশিদ খানের হাতে। প্রথম বলেই অভিষেককে আউট করেন রশিদ। তার পরে সরফরাজ়েরও উইকেট নেন তিনি। তার ফলে দিল্লির রান তোলার ছন্দে ব্যাঘাত ঘটে। ফলে যত রান হওয়া উচিত ছিল তত রান হয়নি দিল্লির। ১৬২ রানে আটকে যান ডেভিড ওয়ার্নাররা। সেই কারণে রান তাড়া করা সহজ হয় হার্দিকদের। এই উইকেটে ১৮০ রান করতে পারলে চাপ হত গুজরাতের। কিন্তু হার্দিকের এক চালে সেটা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement