ইডেনে শতরান করলেন হ্যারি ব্রুক। ছবি: আইপিএল
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপট দেখালেন হায়দরাবাদের ব্যাটাররা। ২২৯ রান তাড়া করতে নেমে কলকাতার ব্যাটাররাও লড়লেন সমানে সমানে। শেষ পর্যন্ত ২৩ রানে জিতল হায়দরাবাদ। ২২৮ রান তোলে হায়দরাবাদ। কলকাতা শেষ ২০৫ রানে। সেই ম্যাচের সেরা তিন ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন।
হ্যারি ব্রুক: ৫৫ বলে ১০০ রানের যে ইনিংস তিনি খেলেছেন, তাতে এই ম্যাচের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। এ বারের আইপিএলে প্রথম শতরান এল তাঁর ব্যাট থেকে। ইংরেজ ব্যাটার লাল বলের ক্রিকেটে যতটা ভাল, সাদা বলের ক্রিকেটেও তেমন খেলার ইঙ্গিত দিচ্ছেন। শুক্রবার ১২টি চার এবং তিনটি ছক্কা মারেন ব্রুক।
ভুবনেশ্বর কুমার: প্রথম ওভারেই উইকেট তুলে নেন হায়দরাবাদের পেসার। গুরবাজ়কে শুরুতে ফিরিয়ে দিতেই ধাক্কা খায় কলকাতা। ২২৯ রান তাড়া করার পথে যা বড় হয়ে ওঠে। ৪ ওভারে মাত্র ২৯ রান দেন ভুবি। ১৮তম ওভারে বল করতে এসে মাত্র ১০ রান দেন তিনি। সেখানেই ম্যাচের রাশ চলে যায় হায়দরাবাদের হাতে। বড় বিপদ থেকে রক্ষা পায় দল। না হলে সেই সময় কেকেআর যে মেজাজে খেলছিল তাতে জয়ের আশাও দেখছিলেন নাইট সমর্থকরা।
রিঙ্কু সিংহ: হেরে গেলেও লড়াই করলেন রিঙ্কু। ৩১ বলে ৫৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজে রইলেন। আর একটু কম রান হলে হয়তো জিতিয়ে দিতেন আবার। গত ম্যাচের মতো ছন্দ ধরে রেখেছিলেন ইডেনেও। মিডল অর্ডারে কলকাতার বড় ভরসা এখন রিঙ্কু। শুক্রবার চারটি চার এবং চারটি ছক্কা মারেন তিনি।