Sourav Ganguly

IPL 2022: বৃষ্টি মাথায় ইডেনে হাজির সৌরভ, দেখলেন আইপিএল ম্যাচের প্রস্তুতি

ইডেনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। বৃষ্টি মাথায় নিয়েই শনিবার ইডেন পরিদর্শন করলেন তিনি। কথা বলেন সিএবি সভাপতির সঙ্গেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৮:৪১
Share:

ইডেন পরিদর্শনে সৌরভ। নিজস্ব চিত্র।

প্রবল বৃষ্টি কমতেই ইডেন গার্ডেন্সে উপস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সন্ধ্যে ছ’টা নাগাদ তিনি ইডেনে আসেন। খতিয়ে দেখেন আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচের প্রস্তুতি।

Advertisement

ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রাখেন সিএবি কর্তারা। যদিও ঝড়বৃষ্টির দাপটে মাঠের কিছু অংশের কভার খুলে যায়। উইকেটের অবশ্য কোনও ক্ষতি হয়নি। সৌরভ ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রিয় মাঠের প্রস্তুতি দেখে খুশি বোর্ড সভাপতি। পরে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। ঝড়ের দাপটে উডেনের প্রেস বক্সের একটি কাচ ভেঙে যায়।

ইডেনের প্রেস বক্সের কাচ ভাঙল। নিজস্ব চিত্র।

বৃষ্টির মধ্যেও মাঠের দেখভালে ব্যস্ত ইডেনের কর্মীরা। নিজস্ব চিত্র।

মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইডেনের চারপাশ ঘুরে দেখেন তিনি। সে সময়ই বৃষ্টি নামে আকাশ কালো করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement