রবিচন্দ্রন অশ্বিন ফাইল ছবি
শুক্রবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে রাজস্থান রয়্যালস। দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে তাঁর ৪০ রান দলকে জয় এনে দিয়েছে। ইডেন গার্ডেন্সে প্লে-অফে তাই ‘ব্যাটার’ অশ্বিনের উপরেই বেশি ভরসা রাখছে রাজস্থান। ম্যাচের পর অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন।
রাজস্থানের নেতা বলেছেন, “অশ্বিন দারুণ খেলেছে এবং আমাদের দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে উঠেছে। মরসুম শুরু হওয়ার আগে নেটে অনেক অনুশীলন করেছে। তারই ফল পাচ্ছে এখন।” এ ছাড়াও সঞ্জু স্পষ্ট বলেছেন, যোগ্য দল হিসেবে তাঁরা প্লে-অফে এসেছেন। বলেছেন, “যে ভাবে লিগ পর্যায়ে খেলেছি তারই ফল পাচ্ছি এখন। দারুণ কিছু ম্যাচ খেলেছি। কেউ না কেউ প্রতিটা ম্যাচে উঠে দাঁড়িয়ে আমাদের জিতিয়ে দিয়েছে। যোগ্য দল হিসেবেই আমরা এখানে এসেছি।”
শুক্রবার মইন আলির কাছে বোলাররা বেধড়ক মার খেলেও, সঞ্জুর বিশ্বাস পরের ম্যাচে তাঁরা ঠিক ভুল শুধরে নেবেন। বলেছেন, “মইনের মতো ব্যাটারকে থামানো খুবই কঠিন। তাই তখন রান খাওয়ায় খুব একটা চিন্তিত ছিলাম। বোলারদের উপর বিশ্বাস রাখি। তাই জানতাম ওরা ঠিক কোনও না কোনও সময়ে ফিরে আসবেই।”