ইডেনে ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে দেখা যেতে পারে ‘ড্রোন শো’। প্রতীকী ছবি।
ইডেনে ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে দেখা যেতে পারে ‘ড্রোন শো’। আমদাবাদে উদ্বোধনী অনুষ্ঠানেই দেখা যায় এই প্রদর্শনী। প্রতিযোগিতার প্রধান স্পনসর ‘টাটা’-র সাহায্যে এই শো আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য অভিষেক ডালমিয়া। তাঁর উদ্যোগে ঘরের মাঠ ইডেনেও একই রকম আকর্ষণীয় প্রদর্শনী তুলে ধরা হবে।
প্রায় তিন বছর পরে ইডেনে ফিরছে কেকেআর। তাদের প্রথম ঘরের ম্যাচকে বিশেষ ভাবে আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে। এ দিকে, যে সমস্ত শহরে আইপিএলের কোনও ম্যাচ আয়োজন করা হচ্ছে না, সেখানে ‘ফ্যান পার্ক’-এ খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই ফ্যান পার্কে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। উপস্থিত থাকবেন ‘ডিজে’।
মাঠের মতোই পরিবেশ তৈরি করার কথা ভেবেছে আইপিএলের উদ্যোক্তারা। মোট ৪৫টি শহরে আয়োজন করা হচ্ছেএই ফ্যান পার্কের।
আজ প্রথম জয়ের খোঁজে ধোনিরা: তিন বছর পর আবার মহেন্দ্র সিংহ ধোনি তাঁর দল নিয়ে ফিরছেন চিপকের মাঠে। সামনে কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। অধিনায়ক ধোনির পুরনো কিছু ঝলক আগের দিনই দেখা গেছে। আগের দিনই ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। তবে ধোনি যে খেলবেন জানিয়েছেন কোচ স্টিভন ফ্লেমিং।