কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র।
২২২ রান তুলে মাত্র ১ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই জয়ে তিনটি নজির তৈরি হল। দুই দলই নজির গড়ল রবিবার। উত্তেজনায় পূর্ণ ছিল ম্যাচ। প্রথমে ব্যাট করে ২২২ রান তুলেও স্বস্তিতে ছিল না কলকাতা। দীনেশ কার্তিকের দাপটে শেষ পর্যন্ত লড়াই চলে। শেষ বলে গিয়ে ম্যাচ জিতে নেয় কলকাতা।
নজির ১
টি-টোয়েন্টি ক্রিকেটে একটি দল ১০ উইকেট হারিয়ে সব থেকে বেশি রান তোলার তালিকায় শীর্ষে উঠে এল বেঙ্গালুরুর এই ইনিংস। রবিবার ২২১ রান তুলে অল আউট হয়ে যায় তারা। সেই কারণেই ১ রানে ম্যাচ জেতে কেকেআর। ১০ উইকেট হারিয়ে কোনও দল এত রান তুলতে পারেনি। বেঙ্গালুরু টপকে গেল ২০১৮ সালে এসএল আর্মি এবং নেগাম্ব সিসি ওয়েলিসারার করা ২১৮ রানের ইনিংসকে।
নজির ২
রানের বিচারে সব থেকে কম রানে হারল বেঙ্গালুরু। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২ রানে হেরেছিল তারা। ২০১৪ সালে শারজাতে হয়েছিল ম্যাচটি। ১০ বছর পর সেই নজিরকে টপকে গেল বেঙ্গালুরু। তবে আরসিবি-র সব থেকে কম রানে হারের তালিকায় দেখা যাচ্ছে কেকেআরের নাম রয়েছে তিন বার। ২০০৮ সালে আরসিবি ৫ রানে হেরেছিল কেকেআরের বিরুদ্ধে ২০১৪ সালে হেরেছিল ২ রানে। এ বার হারল ১ রানে।
নজির ৩
আইপিএলে কেকেআর এর আগে এত কম রানে কখনও জেতেনি। ২০১৪ সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছিল তারা ২ রানে। ২০২০ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ২ রানে জিতেছিল কলকাতা। তার আগে এক বার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ রানে জিতেছিল কেকেআর। সেই ম্যাচটিও হয়েছিল ইডেনে।