রায়না

চেন্নাইয়ের হলুদ জার্সিতে আর হয়তো দেখা যাবে না রায়নাকে

করোনাভাইরাসের ভয়ে গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে আইপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:২৭
Share:

চেন্নাইয়ের জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন রায়না। ফাইল ছবি

করোনাভাইরাসের ভয়ে গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে আইপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না। সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামনের মরশুমে সব ঠিক থাকলে ফের হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে।

Advertisement

তবে রায়নার সেই ইচ্ছা পূরণ না-ও হতে পারে। জানা গিয়েছে, দলের অন্যতম সেরা পারফর্মারকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলির মতো তারাও চাইছে কিছু নামী-দামি ক্রিকেটারকে ছেড়ে তরুণদের নিতে।

আইপিএলের ইতিহাস গত মরশুম সবথেকে বাজে গিয়েছে চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি রায়নাও দলের সঙ্গে এতদিনে একাত্ম হয়ে গিয়েছেন। কিন্তু সেই বন্ধন হয়তো ভাঙতে চলেছে। গত মরশুমে খেললে হয়তো রায়নাকে রাখা হতে পারত। কিন্তু দলকে বিপদে ফেলে দেশে ফিরে আসার সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্ট খুশি নয়।

Advertisement

চেন্নাইয়ে সবথেকে বেশি টাকা পান ধোনি (১৫ কোটি)। তারপরই রায়না (১১ কোটি)। তাঁকে ছেড়ে দিলে ১১ কোটি টাকা ঢুকবে চেন্নাইয়ের পকেটে। এমনিতেই দলে বয়স্ক ক্রিকেটারের সংখ্যা বেশি। দল তাই চাইছে ওই টাকায় তরুণ ক্রিকেটারদের কিনতে।

আরও খবর: ওয়াশিংটন, শার্দুলের জন্যই ব্রিসবেন টেস্ট নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

আরও খবর: সৌরভদের সেই ফিজিয়ো হনুমাদের চোটের জন্য লকডাউনকেই দায়ি করছেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement