আইপিএল

ভাবনাচিন্তা শুরু, ভারতেই এ বারের আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড

সব নির্ভর করছে আগামী কয়েক দিনে কোভিড পরিস্থিতি কীরকম থাকে তার উপর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৬:১৩
Share:

রোহিতদের হয়তো এবার ভারতেই খেলতে দেখা যাবে। ফাইল ছবি

চলতি বছরের আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। ভারতেই এ বছর আইপিএল আয়োজন করার ভাবনাচিন্তা করছে বোর্ড। তবে সব নির্ভর করছে আগামী কয়েক দিনে কোভিড পরিস্থিতি কীরকম থাকে তার উপর। যদি একান্তই ভারতে না করা যায়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহী সবারই দ্বিতীয় পছন্দ। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি চাইছে ভারতে নয়, আমিরশাহীতেই হোক আগামী আইপিএল।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি আইপিএল গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক হয়েছে। বৈঠকের পরেই ট্রেড উইন্ডো খুলে দেওয়া হয়েছে। দলগুলিকে বলা হয়েছে আগামী ২১ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের ছাড়তে। ফেব্রুয়ারির মাঝামাঝি একটি মিনি অকশন হবে। সেখানে দলগুলির প্লেয়ার আদান-প্রদান করার কথা।

শোনা গিয়েছিল এ বারের আইপিএলে মেগা অকশন করার কথা ভাবছে বোর্ড। কিন্তু কোভিডের কারণেই সেই পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে তারা। ফলে নামী-দামি তারকাদের এ বার হয়তো পুরনো দলের হয়েই খেলতে দেখা যাবে।

Advertisement

ভারতে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা, তা জানা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি হওয়ার পরেই। বোর্ডকর্তারা দেখতে চাইছেন কীভাবে মুস্তাক আলি আয়োজন করা হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কোভিড পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ভারতে বায়ো বাবলেই আইপিএল আয়োজন করা হতে পারে।

আরও খবর: আচমকাই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়লেন বিরাট কোহালি

আরও খবর: ব্রিসবেনের বদলে মুম্বইয়ে খেলতেও রাজি, খোঁচা অস্ট্রেলীয় অধিনায়ক পেনের

ভেন্যু কোথায় হবে তা নিয়ে এখনও ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করেনি বোর্ড। তবে বেশিরভাগই আমিরশাহীর পক্ষে। যদিও এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

শিখর ধওয়ন, সুরেশ রায়না, ইশান্ত শর্মার মতো বড় বড় তারকাদের নিয়ে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে আইপিএলে। কলকাতা-সহ ছ’টি কেন্দ্রে খেলা হবে। নকআউট পর্বের খেলাগুলি হবে আমদাবাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement