IPL 2021

IPL 2022: আইপিএল-এর নতুন দু’টি দলের জন্য বাড়তি সুবিধার ভাবনা সৌরভের বোর্ডের

এই মুহূর্তে যে আট দল আইপিএল-এ খেলছে, তারা কিছু ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ২০:৫০
Share:

আইপিএল-এ নতুন নিয়ম আনতে পারে বিসিসিআই। —ফাইল চিত্র

পরের বছর আইপিএল ১০ দলের। নতুন দলের জন্য বাড়তি সুবিধার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। নিলামের বাইরেও কিছু ক্রিকেটার নিতে পারবে নতুন দুই দল। এমন নিয়ম আনার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর।

এই মুহূর্তে যে আট দল আইপিএল-এ খেলছে, তারা কিছু ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে। নতুন দুই দল যাতে পিছিয়ে না থাকে সেই জন্যই এই সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে বিসিসিআই-এর। নিলামের বাইরে ক্রিকেটার নিতে পারলেও সেই সংখ্যাটা কত হবে সেটা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে দুই বা তিন জন ক্রিকেটারকে নিলামের বাইরে নিতে পারবে নতুন দুই দল। যত জন ক্রিকেটারকে পুরনো দলগুলি ধরে রাখতে পারবে, তত জন ক্রিকেটারকে নিতে পারবে নতুন দলগুলি।

Advertisement

কী ভাবে নতুন দলগুলি ক্রিকেটার নেবে সেই পদ্ধতি এখনও স্পষ্ট নয়। এই মাসের শেষে নতুন দুই দল কে হবে তা জানা যেতে পারে। তার পরেই বাকি বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement